Logo
Logo
×

বিনোদন

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে বিয়েবাড়িতে ম্যাচিং পোশাকে অভিষেক-ঐশ্বর্য

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০২:৪৬ পিএম

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে বিয়েবাড়িতে ম্যাচিং পোশাকে অভিষেক-ঐশ্বর্য

ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন মধ্যে ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছিল ২০২৪ সালের জুলাই মাস থেকে। অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানের পর থেকেই এই বিষয়টা প্রকাশ্যে আসা শুরু হয়েছিল।

কেউ বলেছেন এই দম্পতির মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছেন। কেউ বলেছেন শাশুড়ি জয়ার সঙ্গে রাই সুন্দরীর সম্পর্ক ভালো না। আবার কারোর কথায়, ননদের কারণেই শ্বশুরবাড়ি থেকে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। সম্পত্তি নিয়ে নাকি ঝগড়া?

যদিও এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে গত বছরের শেষে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক ঐশ্বরিয়ার সঙ্গেই পৌঁছেছিলেন অভিতাভ-অভিষেক। তারপর আবার সপরিবারে ঘুরতেও গিয়েছিলেন তারা। আর এবার পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছেলের বিয়েতে একসঙ্গেই পৌঁছালেন অভিষেক-ঐশ্বরিয়া। সেখানে আবার তাদের পোশাকেও ছিল ম্যাচিং রঙ।

অভিষের পরেছিলেন আইভরি রঙের গলাবন্ধ। আর ঐশ্বরিয়া ওই রঙেরই আনারকলি ড্রেস পরেছিলেন। সুন্দর এই মুহূর্তটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, বৃন্দাবন মন্দিরে যাওয়ার আমন্ত্রণও পেয়েছেন এই দম্পতি।

শুধু তাই নয়, বিয়েবাড়িতে নতুন বর-কনে কোনার্ক গোয়ারিকর ও নিয়তি কানাকিয়ারসহ অন্যান্য আরও অনেকের সঙ্গেই পোজ দিতে দেখা যায় ঐশ্বরিয়া-অভিষেককে। 

এদিকে অভিষেক-ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গেছে। একজন লিখেছেন, ‘অবশেষে তারা এক হলেন।’ কেউ লিখেছেন, ‘যাক, ঝগড়া মিটেছে তাহলে!’ একজন কটাক্ষ করে লিখেছেন, ‘কারা যেন বলছিলেন ওদের ডিভোর্স হবে! কেউ কেউ তো অভিষেকের দ্বিতীয় বিয়ের কথাও ভেবে ফেললেন!’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম