
ছবি: সংগৃহীত
ফের বিপদের কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়। গাড়ি দুর্ঘটনার পর এবার আগুন। মঙ্গলবার সৌরভের শুটিং চলাকালীন ফ্লোরে আগুন লেগে যায়। তার এই বিপদের কথা শুনে উদ্বেগে পড়ে যান অনুরাগীরা।
সৌরভের অফিস সহায়ক তানিয়া ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, বারুইপুরে মহারাজের শুটিং চলাকালীন ঘটে এই দুর্ঘটনা। তবে একেবারে সুস্থ ও নিরাপদে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
জানা গেছে, মঙ্গলবার বারুইপুরে একটি শুটিংয়ের কাজে গিয়েছিলেন সৌরভ। বিজ্ঞাপনী কাজের শুটিং চলছিল সেখানে। ফ্লোরে শুটিংয়ের কাজ চলাকালীনই ঘটে বিপত্তি। দুর্ঘটনার সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুটিংয়ে ব্যবহৃত জেনারেটরে সমস্যার কারণে আগুন ধরে যায়। জেনারেটর থেকে বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে আগুন। তবে তৎপরতার সঙ্গে সেখানে উপস্থিত কর্মীরা জেনারেটরটি বন্ধ করে দেন বলে কোনো বড় বিপদ ঘটেনি। পরে নতুন জেনারেটর আনিয়ে ফের শুটিং শুরু হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি, বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের গাড়ি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে একটি বেপরোয়া লরির সঙ্গে ধাক্কা লাগে তার কনভয়ের। অল্পের জন্য রক্ষা পান মহারাজ। এ দিনও তার সুস্থতার খবর মিলতেই স্বস্তির নিঃশ্বাস ভক্তদের।