৯৯ বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:৫৩ এএম

ছবি: সংগৃহীত
একশটি বাড়ি কিনে ফেলেছেন বলিউড সংগীতশিল্পী মিকা সিং। আর একশ কোটির জমিও রয়েছে তার। কিন্তু কীভাবে এই নজির গড়লেন তিনি? কোনো ব্যক্তির একটি বাড়ি থাকতে পারে। কখনো আবার বাড়ির সংখ্যা তিন-চারটাও হতে পারে। তবে নাম যদি সংগীতশিল্পী মিকা সিং হয়, তা হলে সে ক্ষেত্রে চমক থাকতেই পারে। শোনা যাক এ বলি জনপ্রিয় সংগীতশিল্পীর মুখ থেকে সেই কথা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকা সিং বলেছেন, তিনি রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে শুরুতে তার কোনো ধারণা ছিল না যে, কোনো দিন এমন বিপুলসংখ্যক বাড়ির মালিক হবেন তিনি। এই শখ নিয়ে তিনি মোটেও শুরু থেকে সচেতন ছিলেন না। তার এখন মালিকানাধীন মোট বাড়ির সংখ্যা ৯৯টি বলেও জানান এ সংগীতশিল্পী।
মিকা বলেন, আশা করি সংখ্যাটা কোনো একদিন একশ পেরিয়ে যাবে। যখন শুরু করি, তখন আমার বেতন ছিল ৭৫ টাকা। তখন খুব বেশি কিছু ভাবিনি। কারণ সেই সময় ওই টাকাটাই আমার কাছে অমূল্য ছিল।
এ সংগীতশিল্পী বলেন, লড়াইয়ের দিন পেরিয়ে ২০১২ সালে তিনি প্রথম একটি ফ্ল্যাট কিনেছিলেন। এখনো ওই বাড়িটা আমার এতটাই পছন্দের যে, সেখানে আমি মোট ছয়টি ফ্ল্যাট কিনেছি। মিকা অর্থের গুরুত্ব জানেন। তাই বিনিয়োগের জন্য তিনি বাড়িকেই বেছে নিয়েছেন। মিকা বলেন, কেউ সোনা, চশমা— এমনকি জুতা কিনে টাকা খরচ করেন। কিন্তু আমার একটা একশ একরের জমি রয়েছে। তবে এই জমি থেকে যে প্রায় দেড়শটি পরিবারের উপার্জন হয়, সে কথাও স্পষ্ট করেছেন মিকা।
উল্লেখ্য, শিল্পীর ৯৯তম বাড়িটির অন্দরসজ্জা করেছেন শাহরুখ খানের ঘরনি গৌরী খান।