Logo
Logo
×

বিনোদন

পুরস্কার পেলেন রুক্মিণী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম

পুরস্কার পেলেন রুক্মিণী

সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় তিনটি পুরস্কার পেয়েছে বাংলা সিনেমা বিনোদিনী। শুধু তাই নয় দর্শকপ্রিয় টালিউডের এ  সিনেমাটির জন্য অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র। আর বিনোদিনীর জন্য বেস্ট ডিরেক্টরের খেতাব পেয়েছেন রামকমল মুখার্জী।

পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।’

তিনি আরও বলেন,‘রুক্মিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে। ছবির কস্টিউম, সিনেমাটোগ্রাফিও সকলের পছন্দ হয়েছে।’

এদিকে খুব তাড়াতাড়ি তারপরের বাংলা ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে আসছেন রামকমল মুখার্জী। পরের কাজ প্রসঙ্গে তিনি বলেন, আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গিয়েছে। বিনোদিনীর থেকে একেবারে ভিন্ন মেজাজের এ ছবি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম