২৪ বছর পর দেখা হলো আমির-গ্রেসির? ‘লগন’ জুটিকে নিয়ে ভক্তদের উচ্ছাস

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৩:১১ পিএম

ছবি: সংগৃহীত
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগন’ সিনেমাটি আজও মন ছুঁয়ে আছে দর্শকের। এই সিনেমায় আমির খান এবং গ্রেসি সিং-এর জুটি সিনেমাটি সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন অনেকেই। প্রায় ২৪ বছর পর এই জুটিকে আবারো দেখতে পেলেন ভক্তরা।
সম্প্রতি, বলিউড পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছেলের বিয়েতে দেখা গিয়েছে তাদের। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বি-টাউনের বহু সেলিব্রিটিও। নবদম্পতিকে আশীর্বাদ করতে এসেছিলেন বলিউড সুপারস্টার আমির খানও। একই অনুষ্ঠানে গ্রেসি সিংকেও দেখা যায় একেবারে অন্য রূপে। এক মুহূর্তে ভক্তদের মনে পড়ে গিয়েছে ‘লগন’ সিনেমার বেশ কিছু মুহূর্ত।
অভিনেত্রী গ্রেসি সিং সবসময়ই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন। তবে বহু বছর ধরে তাকে কোনো ছবিতে দেখা যায়নি। এই বিশেষ অনুষ্ঠানে অভিনেত্রীকে ট্র্যাডিশনাল লুকে দেখা গেল। খোলা চুল, হালকা গোলাপি ও ক্রিম রঙা লেহেঙ্গায় অনবদ্য দেখাচ্ছিল গ্রেসি সিংকে।
দীর্ঘদিন পর গ্রেসি সিংকে কোনো অনুষ্ঠানে যোগ দিতে দেখে ভক্তরাও উত্তেজিত। কেউ লিখেছেন, ‘আপনি সত্যিই এখনো খুব সুন্দর।’ কেউবা লিখেছেন, ‘আপনাকে দেখলে ওয়াহিদা রহমানের কথা মনে পড়ে যায়।’
তবে ‘লগন’ জুটিকে এক অনুষ্ঠানে যোগ দিলেও, আমির এবং গ্রেসিকে এক ফ্রেমে দেখা যায়নি। কিন্তু অনুষ্ঠানে তাদের দু’জনকে দেখার পর, ভক্তদের পুরোনো স্মৃতি তরতাজা হয়ে উঠেছে।