Logo
Logo
×

বিনোদন

মাসজুড়ে চার টিভিতে নাঈম-নাদিয়া

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

মাসজুড়ে চার টিভিতে নাঈম-নাদিয়া

তারকাদম্পতি এফএস নাঈম ও নাদিয়া আহমেদ। অভিনয়ের পাশাপাশি বিশেষ দিবসে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা যায় এ দম্পতিকে। গত ভালোবাসা দিবসে টিভি পর্দায় হাজির হয়েছিলেন ‘ভালোবাসার কিচেন’ নামের একটি অনুষ্ঠান নিয়ে। যেখানে অতিথি হয়ে এসেছেন শোবিজের একাধিক তারকাদম্পতি। 

এবার আরো একটি অনুষ্ঠান নিয়ে হাজির হলেন নাঈম ও নাদিয়া। রমজান মাস উপলক্ষ্যে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ড্রিংক্স অ্যান্ড ডেজার্ট’র সঞ্চালনা করছেন তারা। প্রথম রমজান থেকেই এটির প্রচার শুরু হয়েছে। পুরোমাস জুড়েই অনুষ্ঠানটি চারটি টিভি চ্যানেলে প্রচার হবে।  

প্রতিদিন বিকেল ৪টা ১০ মিনিটে প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে ও ৪টা ৫৩ মিনিটে প্রচার হবে চ্যানেল ২৪, একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশনে। প্রতিদিন অনুষ্ঠানে থাকবেন একজন করে তারকাশিল্পী। এবারই প্রথম এ দম্পতির কোনো অনুষ্ঠান একসঙ্গে চার চ্যানেলে পুরো মাস জুড়ে প্রচার হচ্ছে।   

অনুষ্ঠান প্রসঙ্গে নাঈম বলেন, এটি একটি স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান। আমরা সারাবছরই খাবারে বেশ সচেতন থাকি, তবে আমাদের আরও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত অনুষ্ঠানটি।

নাদিয়া আহমেদ বলেন, এর আগে অনেকেই উপস্থাপনা করার কথা বলেছেন, কিন্তু সাহস পাইনি। কেননা যারা নিয়মিত উপস্থাপনা করেন, তারাই সেটা ভালো পারেন। ইদানিং বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। নিজের ভেতর এখন সাহস সঞ্চার হয়েছে কিছুটা। এ অনুষ্ঠানের সবকিছু আমার ভালো লেগেছে, তাই এটি উপস্থাপনা করার সাহস করেছি। ভালো নাকি মন্দ হচ্ছে, তা দর্শক ভালো বলতে পারবেন।

এদিকে শুধু বিশেষ দিবসেই এ দম্পতিকে টিভি পর্দায় একসঙ্গে দেখা যায়। 

এ প্রসঙ্গে নাদিয়া বলেন, আমাদের মধ্যে অনেক মিল আছে। তাই কাজেও আমাদের ভালো বোঝাপড়া। সবচেয়ে বড় মিল হলো, আমরা দুজনই সবার আগে নিজেদের পরিবারকে প্রাধান্য দেই। অবশ্যই কাজেরও গুরুত্ব রয়েছে, তবে আমাদের দুজনেরই বিশ্বাস যে, পরিবারকে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

এ অনুষ্ঠান ছাড়াও অন্যান্য কাজ প্রসঙ্গে নাঈম বলেন, বর্তমানে আমার অভিনীত সিনেমা ‘শেকড়’র ডাবিং নিয়ে ব্যস্ত রয়েছি। এটি পরিচালনা করেছেন প্রসূন রহমান। সিনেমা নিয়ে ব্যস্ততা থাকায় এবার ঈদের নাটকের কাজ এখনও শুরু করিনি। তবে হয়তো শেষদিকে এসে কিছু কাজ করতে পারি। এছাড়াও আমার আগের কিছু নাটক (যেগুলো এখনও মুক্তি পায়নি) ঈদে আসতে পারে। তার সঙ্গে নতুন কাজ যুক্ত হতে পারে।

অন্যদিকে ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নাদিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম