Logo
Logo
×

বিনোদন

যে কারণে অভিনয়ে সময় দিতে পারেননি সোনিয়া

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

যে কারণে অভিনয়ে সময় দিতে পারেননি সোনিয়া

সৌন্দর্য্যচর্চায় তারকাদের কাছে পরিচিত নাম সোনিয়া খান। ‘প্রিটি লেডি বাই সোনিয়া খান’ নামে রূপচর্চার প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছরের পথচলা তার। বর্তমানে প্রতিষ্ঠানটির অবস্থান রাজধানীর নিকেতনে। 

সোনিয়া জানান, তার প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে রূপচর্চায় সময় দেন জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী। শুধু রূপচর্চাই নয়, মেকাপে আগ্রহীদের প্রশিক্ষণও দেন এই বিউটিশিয়ান। 

সোনিয়া বলেন, প্রায় দেড় যুগ আগে আমার প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রতিনিয়তই আমি এই শিল্পে নিজেকে আরো আপডেট করার চেষ্টা করি। শুধু যে সৌন্দর্য্যচর্চায় নিজেকে নিয়োজিত রাখি, বিষয়টা এমন নয়। আমার শেখা কাজ আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে একজন বিউটি এক্সপার্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত ট্রেনিংয়ে অংশ নেই। একটা সময় অভিনয় করারও প্রস্তাব ছিল। কিন্তু পরিবারের সম্মতি ছিল না বলে করা হয়নি। তবে আমি আমার কাজে নিজেকে আরো বহুদূর নিয়ে যেতে চাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম