Logo
Logo
×

বিনোদন

সালমানের সঙ্গে রাশিয়ান নারীর সখ্য, নেপথ্যে যা জানা গেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৬:২৮ পিএম

সালমানের সঙ্গে রাশিয়ান নারীর সখ্য, নেপথ্যে যা জানা গেল

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের দয়ালু মনের সঙ্গে বলিপাড়ার অনেকেই পরিচিত। বিভিন্ন সময়ে মানবতার সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দেন ভাইজান। সম্প্রতি অভিনেতার এ রকমই একটি ঘটনার স্মৃতিচারণ করেছেন ‘সনম তেরি কসম’ সিনেমার পরিচালক রাধিকা রাও ও বিনয় সপ্রু।

এর আগে ২০০৫ সালে মুক্তি পায় পরিচালক জুটির ছবি ‘লাকি: নো টাইম ফর লাভ’। এ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনয় ও রাধিকা জানান, অল্প সময়ের মধ্যেই রাশিয়ার এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সালমানের। রাশিয়ায় শুটিংয়ের সময় ইউনিটের একজন বয়স্ক নারীকে বিপদে সাহায্য করেছিলেন সালমান।

বিনয় বলেন, সালমানের পোশাকের ক্রম খেয়াল রাখার জন্য একজন ৬৫ বছর বয়সি রাশিয়ান নারীকে দায়িত্ব দেন তিনি। ওই নারী নাকি সালমানের সঙ্গে মায়ের মতোই মিশতেন। বিনয় আরও বলেন, সালমানকে তিনি বকাবকিও করতেন। আর দেখতাম— সালমান কী সুন্দরভাবে ওর কথা শুনছেন এবং হাসছেন।

বিনয় বলেন, শুটিং শেষে সালমান তখন ফিরে এসেছেন ভারতে। একদিন ফ্লোরে ওই নারী কাঁদতে কাঁদতে প্রবেশ করেন। তার হাতে একটি খাম। বিনয় ও রাধিকার কথায়, ওই খামের মধ্যে ১০ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৮ লাখ ৭৫ হাজার টাকা ছিল। তার পর নাকি ওই নারী স্বীকার করেছিলেন, তাকে পরবর্তী কয়েক বছর আর কাজ না করলেও চলবে।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকেই সালমানের প্রশংসা করেছেন। কারও মতে, সালমান খুব বড়মনের মানুষ। আবার কেউ লিখেছেন— সালমান শুরু থেকেই মানুষকে সাহায্য করেন। কিন্তু নিজমুখে কখনো তা জাহির করেন না।

‘সনম তেরি কসম’ ছবিটি সম্প্রতি প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পেয়েছে। তার পর ছবির ব্যবসা অনেককেই চমকে দিয়েছে। ছবিটি প্রায় ৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে সালমান এ মুহূর্তে ‘সিকান্দার’ সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত। সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম