Logo
Logo
×

বিনোদন

প্রকৃতির রূপে মগ্ন ক্যাটরিনা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৩:১৯ পিএম

প্রকৃতির রূপে মগ্ন ক্যাটরিনা!

চারপাশে পাহাড়। সেসব পাহাড় আবার বরফে আচ্ছন্ন। তারই মাঝে সুইমিংপুল। সেই সুইমিংপুলে শরীর ডুবিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে ক্যাটরিনাকে এমনই দেখা গেছে।

সপ্তাহখানেক আগে শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নানে যান ক্যাটরিনা। সেখানে এ অভিনেত্রীর স্ন্যানের ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে চলা বিতর্কের মাঝেই ছুটি কাটাতে অস্ট্রিয়ায় গেছেন ক্যাটরিনা।

কীভাবে সময় কাটছে নায়িকার, তারই ঝলক ধরা পড়েছে ছবিতে। ক্যাটরিনার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, তিনি রয়েছেন মেরিলাইফ আলটাউসিতে। রিসোর্টটির যে কোনো প্রান্ত থেকে দৃশ্যমান আলটাউসি হ্রদ।

অভিনেত্রীরা ছুটি কাটাতে গিয়ে বিলাসবহুল হোটেল বা রিসোর্টে থাকবেন সেটাই স্বাভাবিক। তবে এ রিসোর্টের পরিচয় শুধুই আয়েস করার জন্য নয়। তাদের ওয়েবসাইটে গেলে জানা যায়, অবসর যাপনের পাশাপাশি সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজন তাই রয়েছে সেখানে। ভাল থাকতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সঠিক পুষ্টির প্রয়োজন। সে কথা মাথায় রেখে অতিথিদের প্রয়োজন মতো প্রত্যেকের জন্য আলাদা ডায়েট তৈরি করা হয়। রয়েছে চিকিৎসকও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম