Logo
Logo
×

বিনোদন

আলি আব্বাসির ‘দ্য অ্যাপ্রেনটিস’

ট্রাম্প হয়ে কি অস্কার জিততে পারবেন স্ট্যান?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:৪৯ এএম

ট্রাম্প হয়ে কি অস্কার জিততে পারবেন স্ট্যান?

ছবি: সংগৃহীত

সারা বিশ্বে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলুন, আর বর্তমান প্রেসিডেন্ট বলুন— ডোনাল্ড ট্রাম্প নামটাই যেন আলোচনা আর সমালোচনায় সমার্থক। ডোনাল্ড ট্রাম্প নামটা সবসময় আলোচনা তৈরির জন্য যথেষ্ট। নানা তর্কবিতর্কে জড়িয়ে আছে নাম। দুই-দুবার হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। 

আর সিনেমা বানানোর মতো যথেষ্ট রসদই তার জীবনে আছে। আর তাই ইরানি বংশোদ্ভূত ড্যানিশ নির্মাতা আলি আব্বাসি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মাণ করেছেন ‘দ্য অ্যাপ্রেনটিস’। এটা ঠিক ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক নয়; বরং বলা যায় তরুণ বয়সের ট্রাম্পের গল্প। আর এতে অভিনয় করে আলোচনায় এসেছেন অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যান।

মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। এবারের অস্কারে আলি আব্বাসি পরিচালিত সিনেমাটি পেয়েছে দুই ক্যাটাগরিতে মনোনয়ন। পর্দায় ডোনাল্ড ট্রাম্প হয়ে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। এখন প্রশ্ন হচ্ছে— শেষ পর্যন্ত কি অস্কার জিতবেন স্ট্যান?

এর আগে ২০২৪ সালের ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সিনেমাটি ঘিরে তৈরি হয় সমালোচনা। পরে ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পুরো সিনেমাটি সেভাবে প্রশংসিত না হলেও ট্রাম্পের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সেবাস্তিয়ান স্ট্যান।

সিনেমাটিতে ট্রাম্পকে একজন ধর্ষক হিসেবে দেখানো হয়েছে। প্রথম স্ত্রী ইভানাকে তিনি নির্যাতন করতেন, সেটিও দেখানো হয়েছে। কানে প্রদর্শনীর পর আলোচনায় আসে ‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমার একটি দৃশ্য। যেখানে ট্রাম্প (স্ট্যান) স্ত্রী ইভানার (মারিয়া) ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করেন। তবে বিতর্ক হলেও বিভিন্ন গণমাধ্যম সিনেমাটির প্রশংসাই করেছে। বিশেষ করে সেবাস্তিয়ান স্ট্যান যেভাবে তরুণ ট্রাম্প হিসেবে পর্দায় হাজির হয়েছেন, এর প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা।

এ সিনেমার সমালোচনায় বিবিসি বলেছে— তরুণ ট্রাম্প হিসেবে স্ট্যান দারুণ। তার অঙ্গভঙ্গি ও হাঁটাচলা ছিল দারুণ। তবে তিনি যে ট্রাম্পের ক্যারিকেচার না করে, বরং পর্দার চরিত্র হয়ে ওঠার চেষ্টার করেছেন— এটি ছিল সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেবাস্তিয়ান স্ট্যান বলেন, ব্যক্তিগতভাবে তিনি ট্রাম্পের ভক্ত নন; কিন্তু পর্দায় ট্রাম্পের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে কোনো আপস করেননি। বরং তার সামর্থ্যের চেয়ে অন্তত ১০ শতাংশ বেশি দিয়েছেন তিনি।

তরুণ বয়সের ট্রাম্প হয়ে উঠতে শারীরিক চ্যালেঞ্জই ছিল বেশি। সেবাস্তিয়ান স্ট্যান বলেন, নিজের ফোনে ট্রাম্পের পাঁচ শতাধিক ভিডিও নিয়ে ঘুরেছেন তিনি। বিভিন্ন সময় ও অ্যাঙ্গেলে ধারণ করা এসব ভিডিও দেখে পর্দায় ট্রাম্প হয়ে ওঠার প্রস্তুতি নিয়েছেন। অভিনেতা বলেন, এসব ভিডিওতে তার হাঁটাচলা, কথা বলার ভঙ্গি, উচ্চারণ ইত্যাদি বিষয় খেয়াল করেছি। এ ছাড়া তার প্রচুর সাক্ষাৎকার পড়েছি, নিজের মতো করে একটা চরিত্র দাঁড় করানোর চেষ্টা করেছি। এ ছাড়া ওজন বাড়াতে হয়েছে ১৪ পাউন্ড।

এদিকে সমালোচকরা বলেছেন, খুব নাটকীয় কিছু না হলে সেরা অভিনেতা হিসেবে স্ট্যানের পুরস্কার জেতার আশা কম। তবে ব্যাপারটা যখন অস্কার, নাটকীয় কিছু যে হবে না, তা কেইবা বলতে পারে!

সূত্র: ভ্যারাইটি, এএফপি ও আইএমডিবি

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম