Logo
Logo
×

বিনোদন

এক্স অ্যাকাউন্ট হ্যাকড, যা বললেন শ্রেয়া ঘোষাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম

এক্স অ্যাকাউন্ট হ্যাকড, যা বললেন শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল

বলিউডের খ্যাতনামা গায়িকা শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি সাইবার হামলার শিকার হন তিনি।  জানিয়েছেন, অনেক চেষ্টার পরও তিনি তার অ্যাকাউন্টটি উদ্ধার করতে পারছেন না। 

শনিবার নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ কথা জানান গায়িকা নিজেই। 

শ্রেয়া লিখেছেন, হ্যালো বন্ধু এবং ভক্তরা। আমার টুইটার/এক্স অ্যাকাউন্ট গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড হয়ে পড়ে আছে। আমি আমার সাধ্যমত সব চেষ্টা করেছি। এক্স টিমের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু দুই একটা অটো জেনারেটেড রেসপন্স ছাড়া কিছুই পাইনি।

গায়িকা বর্তমানে তার সেই এক্স অ্যাকাউন্টটি ডিলেট করতে চান, তবে সেটিও তিনি করতে পারছেন না। 

শ্রেয়ার কথায়, আমি আমার অ্যাকাউন্টটি ডিলিটও করতে পারছি না। কারণ, আমি আর লগ ইন করতে পারছি না।

পোস্টে শ্রেয়া তার সমস্ত অনুরাগীদের অনুরোধ করেছেন সতর্ক থাকার জন্য।  তিনি বলেন, অনুগ্রহ করে আমার ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করবেন না বা কোনো মেসেজে বিশ্বাস করবেন না। ওগুলো সব ভুয়া বা ফিশিং লিংক। যখন অ্যাকাউন্টটি রিকভার করতে পারব, তখন আমি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তা পোস্ট করে বিষয়টি নিশ্চিত করব। 

শ্রেয়ার এই পোস্টের পর তার ভক্তদের উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। একজন লেখেন, আমরা সবাই প্রার্থনা করছি, সব ঠিক হয়ে যাবে। আরেকজন প্রশ্ন তুলে লিখেছেন, সরকারের সাইবার সিকিউরিটি টিম কী করছে? 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম