Logo
Logo
×

বিনোদন

পরস্পরের বাগ্‌যুদ্ধের মধ্যেই হঠাৎ কেন একসঙ্গে কঙ্গনা-জাভেদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১০:৩২ এএম

পরস্পরের বাগ্‌যুদ্ধের মধ্যেই হঠাৎ কেন একসঙ্গে কঙ্গনা-জাভেদ

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও বর্ষীয়ান লেখক-চিত্রনাট্যকার জাভেদ আখতারের সমীকরণ সবারই জানা। বিভিন্ন বিষয়ে তাদের তর্ক বারবার চর্চায় উঠে এসেছে। কখনই মধুর সম্পর্ক ছিল না দুই তারকার মধ্যে। রাজনৈতিক মতাদর্শেও দুজনে বিপরীতমুখী। কিন্তু এবার ছন্দপতন নয়। একই ছবিতে ধরা দিলেন কঙ্গনা ও জাভেদ। সেই ছবি আবার নিজেই সামাজিকমাধ্যমে শেয়ার করে নিলেন অভিনেত্রী।

সেই ছবিতে কঙ্গনা ও জাভেদ দুজনের মুখেই হাসি। অভিনেত্রী সেই ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন—জাভেদজি ও আমি মধ্যস্থতার মাধ্যমে নিজেদের আইনি সমস্যা মিটিয়ে নিয়েছি। জাভেদজি সত্যিই বিনয়ের সঙ্গে সহযোগিতা করেছেন। এমনকি আমার পরিচালিত পরের সিনেমার জন্য গান লিখতেও রাজি হয়েছেন তিনি। 

ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। খবরের শিরোনামে বারবার উঠে আসছিলেন অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী কঙ্গনা। সেই সময় পরিস্থিতি সামাল দিতে নিজের বাড়িতেই কঙ্গনা ও হৃতিকের মুখোমুখি কথা বলার ব্যবস্থা করেছিলেন জাভেদ। রোশন পরিবারের ঘনিষ্ঠ হওয়ার কারণেই উদ্যোগী হন গীতিকার। হৃতিকের কাছে কঙ্গনাকে ক্ষমা চাইতে বলেছিলেন জাভেদ আখতার। 

এ ঘটনার কথা ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কঙ্গনা। অভিনেত্রীর মন্তব্যে আপত্তি জানিয়েছিলেন জাভেদ আখতার। কঙ্গনার মন্তব্যের ভিত্তিতেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ। তার পর থেকেই দুজনের মধ্যে আইনি লড়াই শুরু। 

২০২৪ সালের ডিসেম্বরে মধ্যস্থতায় রাজি হন দুজনেই। অবশেষে সেই আইনি লড়াইয়ে ইতি টানলেন কঙ্গনা ও জাভেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মুম্বাই আদালতের সামনে দেখা গিয়েছিল কঙ্গনাকে। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। সেখানেই ওই সমস্যা নাকি মিটিয়ে নিয়েছেন যৌথভাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম