Logo
Logo
×

বিনোদন

চলেন গেলেন জনপ্রিয় ওড়িয়া অভিনেতা উত্তম মহান্তি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম

চলেন গেলেন জনপ্রিয় ওড়িয়া অভিনেতা উত্তম মহান্তি

ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি আর নেই।  দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তার লিভারে গুরুতর অসুখ ধরা পড়ে। এরপর তাকে দিল্লিতে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। 

এর আগে চলতি মাসের শুরুতে প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। তবে অবস্থার অবনতি ঘটলে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

১৯৫৮ সালে বারিপদায় জন্মগ্রহণ করেন উত্তম মহান্তি। ১৯৭৭ সালে সাধু মেহের পরিচালিত ‘অভিমান’র মাধ্যমে ওড়িয়া সিনেমায় তার অভিষেক হয়। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি এবং এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

দীর্ঘ ক্যারিয়ারে উত্তম ‘নিঝুম রাতি রা সাথি’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘পূজা ফুল’, ‘জাগা হাতরে পাগা’, ‘মুতালাগা’, ‘সাহারি বাঘাগে’, ‘রাহেনা’, ‘চাকা ভাউনারি’, ‘জোর জাহারা মুলক তাহারা’, ‘তুন্ডা বাইদা’, ‘সুনা চাদেই’, ‘পুয়া মোরা কালা ঠাকুর’, ‘কন্যাদান’, ‘চাকা আঁখি সব দেখেছি’, ‘রজনীগন্ধা’সহ আরও অনেক সফল সিনেমায় অভিনয় করেছেন।

তিনি এক সময় টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য রচনা ব্যানার্জির সঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন। এছাড়া তার স্ত্রী অপরাজিতার সঙ্গে তার জুটিও বেশ দর্শকপ্রিয় ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম