Logo
Logo
×

বিনোদন

ছেলেকে নিয়ে সিনেমা করছেন আমিন খান, থাকছে ১০ লাখ টাকার রহস্য

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম

ছেলেকে নিয়ে সিনেমা করছেন আমিন খান, থাকছে ১০ লাখ টাকার রহস্য

নব্বইয়ের দশকে ঢালিউড চলচ্চিত্রে পা রাখেন আমিন খান। ‘সুদর্শন অভিনেতা’খ্যাত আমিন খানের অ্যাকশন ও রোমান্টিক হিরো হিসেবে সুনাম অর্জন করেছেন। এরপর নায়ক হিসাবে তিনি অভিনয় করেছেন বহু সিনেমায়। ‘হৃদয় আমার’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘স্বপ্নের নায়ক’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’, ‘হীরা চুনি পান্না’, ‘হৃদয়ের বন্ধন’সহ অনেক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। এরই মধ্যে নিজের ১০ বছরের ছেলেকে নিয়ে পর্দায় আসছেন অভিনেতা। যেখানে উঠে আসবে বাবা-ছেলের ১০ লাখ টাকা নিয়ে খুনসুটি। যদিও এ রহস্য জানতে থাকতে হবে অপেক্ষায়।

অনেক দিন ধরেই দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের প্রতিনিধিত্ব করছেন অভিনেতা আমিন খান। সম্প্রতি মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২২-এর ১০ লাখ টাকা অফারের একটি বিজ্ঞাপনে উপস্থিত হন তিনি। সেই কমার্শিয়ালে নিজের ১০ বছরের ছেলেকে নিয়ে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা।

জানা গেছে, বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন সামাজিক প্ল্যাটফরমে দেখতে পাবেন আমিনভক্তরা। এ বিষয়ে আমিন খান বলেন, রাজধানী ঢাকার কাছেই শীতলক্ষ্যা নদীর তীরে একটি রিসোর্টে মনোরম প্রাকৃতিক লোকেশনে বিজ্ঞাপনের চিত্র ধারণ করা হয়েছে। শিগগিরই দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বিজ্ঞাপনচিত্রটির। 

তিনি বলেন, মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২২’-এর আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও সিলিংফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। এ অভিনেতা বলেন, বিজ্ঞাপনটি মূলত নির্মিত হয়েছে ওই ক্যাম্পেইনকে হাইলাইট করেই। আশা করছি আগের মতোই দর্শকরা আমাদের গ্রহণ করবেন।

এদিকে বাবার পথেই হাঁটছেন কনিষ্ঠ পুত্র ঈশান। এর আগেও মার্সেল এয়ার কন্ডিশনারের (এসি) একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিল এই স্টারকিড। ৪০ সেকেন্ড ব্যাপ্তির সেই বিজ্ঞাপনে ঈশানের উপস্থিতি মুগ্ধ করেছে দর্শককে। বিজ্ঞাপনচিত্রটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরই ভাইরাল হয়েছে এই ক্ষুদে মডেল; প্রশংসা কুড়িয়েছে সবার।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে স্নিগ্ধা খানের সঙ্গে সংসার পেতেছেন আমিন খান। এ দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। বর্তমানে টেলিভিশন নাটক-টেলিফিল্ম ও করপোরেট জগত নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ চিত্রনায়ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম