Logo
Logo
×

বিনোদন

ইলন মাস্ককে চিঠি দিলেন জ্যাকুলিনের প্রেমিক সুকেশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ পিএম

ইলন মাস্ককে চিঠি দিলেন জ্যাকুলিনের প্রেমিক সুকেশ

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে পানি কম ঘোলা হয়নি। সেই পানি এখনো ঘোলাটেই আছে, পরিষ্কার হওয়ার নমুনার এখনো কোনো লক্ষণ পাওয়া যায়নি। কারণ কারাবাসে থেকেই মাঝে মধ্যে উজাড় করে দেন মনের কথা। চর্চিত প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে একের পর এক চিঠি পাঠান আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। এবার তিনি চিঠি লিখলেন আমেরিকার সরকারি দক্ষতাবিষয়ক দপ্তরের প্রধান ইলন মাস্ককে। তিহার জেল থেকে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার বিনিয়োগ করার প্রস্তাব পাঠালেন তিনি।

এবার সুকেশ চন্দ্রশেখর তার চর্চিত প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে নয়, এবার খোলা চিঠি লিখলেন ইলন মাস্ককে। ইলনকে ‘মাই ম্যান’ বলে সম্বোধন করেন সুকেশ। খোলা চিঠিতে ইলনের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে খোলা চিঠি লিখেছেন জ্যাকুলিনের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। সেই চিঠিতেই তিনি বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইলন মাস্কের সংস্থা ‘এক্স’-এ ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগ করতে চান বলে জানিয়েছেন তিনি। বাকি ১ বিলিয়ন ডলার তিনি আগামী বছর বিনিয়োগ করতে চান।

চিঠিতে সুকেশ লিখেছেন, হ্যালো ইলন, গর্ব করে বলছি— আমি অবিলম্বে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই আপনার সংস্থা ‘এক্স’-এ। পরের বছর আরও এক বিলিয়ন বিনিয়োগ করতে চাই। মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই।

জীবনের বহু ক্ষেত্রে তার দ্বারা অনুপ্রাণিত বলেও দাবি করেছেন তিনি। সুকেশের কথায়, ইলন, আপনি এমন একজন, যার দ্বারা আমি সত্যিই অনুপ্রাণিত। আপনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী, যা যা অর্জন করেছেন এবং তৈরি করেছেন, তা অসাধারণ। আপনার কাজের জগতের সামান্য অংশে যোগ দিতে পারলে আমার কাছে তার চেয়ে বড় কিছু হবে না।

কিছু দিন আগে প্রেম দিবসে জ্যাকুলিনকেও চমকে দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। প্রেম দিবস উপলক্ষ্যে অভিনেত্রীকে একটি উড়োজাহাজ উপহার দিয়েছিলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম