Logo
Logo
×

বিনোদন

কার ঝুলিতে উঠছে এবারের অস্কার সেরার পুরস্কার?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম

কার ঝুলিতে উঠছে এবারের অস্কার সেরার পুরস্কার?

ছবি: সংগৃহীত

পাশ্চাত্য সিনেমার সেরা মঞ্চ প্রস্তুত হলিউডের ডলবি থিয়েটারে। ২ মার্চ সেখানে বসবে তারার মেলা। ঘোষিত হবে অস্কারজয়ী তারকাদের নাম। কারা পাচ্ছেন এ পুরস্কার-সেটা নিয়েই এখন জল্পনা-কল্পনা তুঙ্গে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অস্কারের মঞ্চে পুরস্কৃত হবেন ২৩ বিভাগের তারকারা। 

ধারণা করা হয়, এ পুরস্কারের আগে ঘোষিত ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) অস্কারের আভাস দেওয়ার মঞ্চ। অর্থাৎ বাফটা যারা অর্জন করেন তাদের মধ্য থেকেই নির্ধারিত অধিকাংশ অস্কারজয়ীর ভাগ্য। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত এবারের বাফটায় সেরা সিনেমা হিসাবে নির্বাচিত হয়েছিল ‘কনক্লেভ’। 

এডওয়ার্ড বার্গারের সিনেমাটি তৈরি হয়েছিল ২০১৬ সালে প্রকাশিত রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে। অথচ এ তালিকায় ছিল সবচেয়ে আলোচিত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। তাহলে অস্কারের মঞ্চে কি সেরা সিনেমা হবে অন্য কোনোটি? সে সম্ভাবনা ক্ষীণই। কারণ, নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল এ সিনেমা সর্বাধিক ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে। দ্বিতীয় সর্বাধিক ১০ মনোনয়ন নিয়ে সম্ভাবনা তৈরি করেছে ব্লকবাস্টার সিনেমা ‘উইকেড’। তালিকায় রয়েছে বিখ্যাত সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননোন’ ও পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’ও।

বাফটায় সেরা হওয়া অড্রিয়েন ব্রডি ‘দ্য ব্রুটালিস্ট’-এ দুর্দান্ত অভিনয় করেছেন। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসাবে অস্কার জিতেছিলেন তিনি। এবারের অস্কার তাকে দ্বিতীয় মুকুটের হাতছানি দিয়ে ডাকছে। তার সঙ্গে দুর্বল প্রতিদ্বন্দ্বীরা হলেন-‘আ কমপ্লিট আননৌন’র টিমোথি শ্যালামেট, ‘কনক্লেভ’র রাল্ফ ফিয়েনেস প্রমুখ। 

বাফটায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শন বেকারের ‘আনোরা’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করা মাইকি ম্যাডিসন। অস্কারের মনোনয়ন তালিকায়ও রয়েছেন তিনি। ওদিকে দীর্ঘতম ক্যারিয়ারে প্রথমবার এ শাখায় মনোনয়ন পেয়েছেন ৬২ বছর বয়সি বলিউড তারকা ডেমি ম্যুর। ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমার জন্য এ পুরস্কার পেতে পারেন তিনি। এ শাখায় তার প্রতিদ্বন্দ্বীরা হলেন-‘উইকেড’র সিনথিয়া এরিভো, ‘এমিলিয়া পেরেজ’র কারলা সোফিয়া গ্যাসকন প্রমুখ।

হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ বানিয়ে বাফটার সেরা পরিচালক হয়েছেন ব্র্যাডি করবেট। অস্কারের মনোনয়ন তালিকায়ও আছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বীরা হলেন- ‘এমিলিয়া পেরেজ’র জ্যাকিস অডিয়ার্ড, ‘আনোরা’র শন বেকার, ‘দ্য সাবস্টেন্স’র করেলি ফারগিট, ‘আ কমপ্লিট আননৌন’র জেম্স ম্যানগোল্ড।

সেরা পার্শ্বঅভিনেতা হিসাবে অস্কার মনোনয়ন তালিকায় রয়েছেন- ‘আনোরা’র ইউরো বরিসভ, ‘আ রিয়েল পেইন’-এর কিয়েরান কুলকিন, ‘আ কমপ্লিট আননৌন’র এডওয়ার্ড নর্টন, ‘দ্য ব্রুটালিস্ট’র গাই পিয়ার্স, ‘দ্য অ্যাপ্রেনটিস’-এর জেরেমি স্ট্রং। এ শাখায় বাফটা জিতেছিলেন ‘আ রিয়েল পেইন’-এর কিয়েরান কুলকিন। সেরা পার্শ্বঅভিনেত্রী হিসাবে পুরস্কার পেতে পারেন ‘আ কমপ্লিট আননৌন’র মনিকা বারবারো, ‘ইউকেড’র আরিয়ানা গ্র্যান্ডি, ‘দ্য ব্রুটালিস্ট’র ফেলিসিটি জোন্স, ‘কনক্রিট’র ইসাবেলা রসেলিনি, ‘এমিলিয়া পেরেজ’র জো সালদানা। এরই মধ্যে বাফটা জিতে অস্কার জেতার সম্ভাবনাকে এগিয়ে নিয়েছেন জো সালদানা।

মনোনয়ন তালিকাগুলো বলছে, এবারের অস্কারের সর্বাধিক পুরস্কার যেতে পারে ‘এমিলিয়া পেরেজ’র শিবিরে। সেরা অ্যানিমেশন ফিচার ফিল্মের মনোনয়ন তালিকায় ‘ফ্লো’, ‘ইনসাইড আউট ২’, ‘দ্য ওয়াইল্ড রোবোট’ থাকলেও শেষ পর্যন্ত বাফটা জিতেছে ‘ওয়ালেন্স অ্যান্ড গ্রোমিট : ভেনজেন্স মোস্ট ফাউল’ সিনেমাটি। অস্কারের মনোনয়ন তালিকায়ও রয়েছে এটি। এখানে এটির অন্য প্রতিদ্বন্দ্বী সিনেমাগুলো হচ্ছে-‘ফ্লো’, ‘ইনসাইড আউট ২’, ‘দ্য ওয়াইল্ড রোবোট’ এবং ‘মেমোয়ার অব আ স্নেইল’।

ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম শাখায় পুরস্কার পেতে পারে ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হেয়ার’, ডেনমার্কের ‘দ্য গার্ল উইথ দ্য নিড্ল’, ফ্রান্সের ‘এমিলিয়া পেরেজ’, জার্মানির ‘দ্য সিড অব দ্য স্যাকরেড ফিগ’ এবং লাটভিয়ার ‘ফ্লো’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম