Logo
Logo
×

বিনোদন

বেবিবাম্প স্পষ্ট পিয়ার, বাবা হচ্ছেন পরমব্রত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ পিএম

বেবিবাম্প স্পষ্ট পিয়ার, বাবা হচ্ছেন পরমব্রত

বিয়ের দুই বছর পর মা-বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। নিজেদের ইনস্টগ্রাম পোস্টের মাধ্যমে অনুরাগীদের এ সুখবর দিলেন তারা। 

জানা গেছে, বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পরমব্রত-পত্নী। এরই মাঝে স্পষ্ট তার বেবিবাম্প। 

পেশায় সমাজসেবী পিয়া কাজ করছেন মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। রত্নাবলী রায়ের অঞ্জলি মেন্টাল হেলথে তিনি একটি গুরুত্বপূর্ণ পদে আছেন। রত্নাবলী রায়ের সঙ্গে পিয়ার সম্পর্ক একেবারে মায়ের মতো। 

সম্প্রতি একটি ছবিতে দেখা গেছে, পিয়ার ছোট্ট বেবিবাম্পে কান দিয়ে রত্নাবলী আসন্ন সন্তানের উপস্থিতি অনুভব করার চেষ্টা করছেন। ছবিতে পিয়া নীল রঙের লং গাউন পরেছেন, চোখে চশমা, ঠোঁটে হাসি এবং চুল খোলা রয়েছে। রত্নাবলী তার বেবিবাম্পে হাত দিয়ে সন্তানের উপস্থিতি টের পাচ্ছেন। ছবিটি পোস্ট করে পিয়া লিখেছেন, ‘হবু দিদা।’

দুবছর আগে পিয়া এবং পরমব্রত সাতপাকে বাঁধা পড়েন। ২০২৫ সালে বাবা হচ্ছেন পরমব্রত। এই বছরেই তাদের ঘরে আসছে সন্তান। 

তাদের বিয়ে ছিল একটি ছিমছাম অনুষ্ঠান, যেখানে শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। দুই বছর পর সুখবর শোনালেন তারা।

এর আগে পিয়ার বিয়ে হয়েছিল গায়ক অনুপম রায়ের সঙ্গে, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। দাম্পত্য জীবনে প্রবেশের আগে পরমব্রত ও পিয়া ছিলেন ভালো বন্ধু। জানা যায়, কিছু বছর আগে সুন্দরবনে ঘূর্ণিঝড়ের পর ত্রাণ নিয়ে গিয়েছিলেন পরমব্রত। সেই সময় পিয়াও সেখানে ছিলেন এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়, যা পরে সম্পর্ক এবং বিয়েতে রূপ নেয়।

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় পরমব্রত ও পিয়া ট্রোলের শিকার হলেও তারা এসবের তোয়াক্কা না করে সুখী জীবনযাপন করছেন। তাদের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে গান। প্রায়ই গিটার হাতে পরমব্রত এবং তার পাশে পিয়াকে দেখা যায়। এখন তাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুনে পরমব্রত-পিয়ার সন্তান পৃথিবীতে আসবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম