Logo
Logo
×

বিনোদন

গোবিন্দ-সুনীতার বিবাহবিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে রয়েছেন কে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম

গোবিন্দ-সুনীতার বিবাহবিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে রয়েছেন কে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা প্রকাশ্যে জানান যে, দীর্ঘদিন ধরে গোবিন্দ ও তিনি আলাদা থাকেন। তিনি তার দুই সন্তানকে নিয়ে একটি ফ্ল্যাটে বাস করেন, আর গোবিন্দ তাদের বাড়ির উলটো দিকে একা থাকেন নিজের বাংলোয়। এই তথ্য সামনে আসার পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু হয়।

প্রথম জীবনে অবশ্য গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে! তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত। তার পর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। 

দীর্ঘ দিন বলিউডে ‘সুখী দম্পতি’ হিসেবেই পরিচিত ছিলেন তারা। শোনা যাচ্ছে, এ বয়সে পরকীয়া জড়িয়েছেন নায়ক! প্রায় অর্ধেক বয়সি মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ- সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে অভিনেতার তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এমন ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।’

সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনো রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সুনীতার কথায়, ‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম