Logo
Logo
×

বিনোদন

স্পর্শকাতর বিষয় শেয়ার করলেন সোনালি কুলকার্নি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

স্পর্শকাতর বিষয় শেয়ার করলেন সোনালি কুলকার্নি

ছবি: সংগৃহীত

বলিউডের শক্তিমান অভিনেত্রী সোনালি কুলকার্নি এখন বেছে বেছে অভিনয় করেন। কিন্তু একটা সময় ‘দিল চাহতা হ্যায়’, ‘মিশন কাশ্মীর’-এর মতো ছবির মাধ্যমে জনপ্রিয় হন অভিনেত্রী। সম্প্রতি সোনালি স্পর্শকাতর এক অভিজ্ঞতা শেয়ার করেছেন। জানিয়েছেন, শ্যামল বর্ণের জন্য একসময়ে ইন্ডাস্ট্রিতে তাকে সমস্যায় পড়তে হয়।

সোনালির বয়স তখন মাত্র ১৬ বছর। জীবনের প্রথম ছবির অডিশন দিতে উপস্থিতি অভিনেত্রী। সেই ছবিটির পরিচালক ছিলেন গিরিশ কারনাড। সোনালি বলেন, তার সঙ্গেই আরও অনেকেই সেই অডিশনে উপস্থিত ছিলেন। কিন্তু তাকে দেখেই একজন নারী বলেন— তুমি এখানে কেন? তুমি জানো না শ্যামলা বর্ণের মেয়েদের ক্যামেরায় খারাপ দেখায়।

ওই নারীর পরিচয় ফাঁস না করলেও তিনি যে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, সে কথাও জানান সোনালি কুলকার্নি। অভিনেত্রী বলেন, খুব অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল কী করতে এলাম এখানে। কিন্তু পরে স্বয়ং গিরিশ কারনাডের সঙ্গে কথোপকথনের পর সেই যাত্রায় তিনি অনেকটাই স্বস্তি পান।

উল্লেখ্য, অভিনেত্রী সোনালি কুলকার্নিকে দর্শক খুব শিগগির ‘উপস অব ক্যা’ ওয়েব সিরিজে দেখা যাবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম