Logo
Logo
×

বিনোদন

মহাকুম্ভে ভাইরাল ‘নায়িকা’র পরিচালককে নিয়ে প্রযোজকের বিস্ফোরক মন্তব্য

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ পিএম

মহাকুম্ভে ভাইরাল ‘নায়িকা’র পরিচালককে নিয়ে প্রযোজকের বিস্ফোরক মন্তব্য

এক সময় মহাকুম্ভ মেলায় মালা বিক্রি করলেও বর্তমানে একজন জনপ্রিয় তারকা হিসেবে পরিচিতি পেয়েছেন মোনালিসা। মোনালিসার সুন্দর চোখ এবং আবেদনময়ী সৌন্দর্য সামাজিক যেগাযোগমাধ্যমে তার ভিডিওগুলোকে দ্রুত ভাইরাল করে তোলে। তার জনপ্রিয়তা এখন এতটাই বেড়েছে যে, সম্প্রতি একটি সিনেমার প্রস্তাবও পেয়েছেন তিনি।

বলিউড লাইফের খবর অনুযায়ী, সানোজ মিশ্র মোনালিসাকে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার জন্য প্রস্তাব দিয়েছেন। আর খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই ব্যাপক আলোচনা শুরু হয়। 

মোনালিসার প্রশিক্ষণ ভিডিও এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার ভিডিও বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে প্রযোজক জিতেন্দ্র নারায়ণ সিং সানোজ মিশ্র সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, যা আরও বিতর্ক তৈরি করেছে।

টপ সিক্রেটের সঙ্গে এক সাক্ষাৎকারে জিতেন্দ্র নারায়ণ সিং অভিযোগ করেছেন, সানোজ মিশ্র মোনালিসা ও তার পরিবারের কাছ থেকে সুবিধা নিয়েছেন।  

তিনি জানান, সানোজ মিশ্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। সানোজের সঙ্গে তিনি তিনটি সিনেমায় কাজ করেছেন। প্রতিবারই কিছু না কিছু সমস্যা দেখেছেন। জিতেন্দ্র সানোজকে প্রতারক হিসেবেও অভিহিত করেছেন।

জিতেন্দ্র বলেন, মোনালিসা ও তার পরিবারের জন্য আমার খুব খারাপ লাগছে। তারা খুবই সরল এবং সহজ-সরল মানুষ। কিন্তু সানোজ মিশ্রের মতো মানুষ তাদের বাড়িতে পৌঁছে গেছে। আর কোনো কিছু যাচাই না করেই তারা তাদের মেয়েকে তার হাতে তুলে দিয়েছে!

তিনি আরও দাবি করেছেন, সানোজ মিশ্রের সিনেমার জন্য কোনো প্রযোজকই সমর্থন করবেন না। আর এজন্যই সানোজের কাছে সিনেমা তৈরি করার টাকা নেই।

এই বিতর্কের মধ্যে মোনালিসাকে নিয়ে আরও একটি চমকপ্রদ খবর এসেছে। 

জানা গেছে, তাকে প্রথম প্রকল্পের জন্য ২১ লাখ টাকা দেওয়া হবে। যার ১ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। সিনেমাতে তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। এই সিনেমায় অভিনেতা অনুপম খেরও থাকবেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ হয়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম