Logo
Logo
×

বিনোদন

ভক্ত-অনুরাগীদের চমক দেওয়ার অপেক্ষায় আলিয়া ভাট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম

ভক্ত-অনুরাগীদের চমক দেওয়ার অপেক্ষায় আলিয়া ভাট

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এ মুহূর্তে সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এ সিনেমাটিতে তার সহঅভিনেতা রণবীর কাপুর ও ভিকি কৌশল রয়েছেন। অভিনেত্রী এখন নতুন খবরের আলোচনায় রয়েছেন। তিনি এর মধ্যেই নতুন চমক দিতে যাচ্ছেন তার ভক্ত-অনুরাগীদের। 

এর আগে পরিচালক নাগ আশ্বিন ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা বানিয়ে যে আলোচনায় এসেছিলেন।  তিনি এবার নতুন সিনেমা পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। আর সেই বিগ বাজেটের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট।

এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি। পিঙ্কভিলা সূত্র জানায়, সিনেমাটিতে কাজ করা নিয়ে আলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত। ইতোমধ্যে গল্প পড়েছেন তিনি। এবং পছন্দও করেছেন। আর অভিনেত্রীর সঙ্গে পরিচালক নাগ আশ্বিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলিয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করে নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন বলেও জানা গেছে।

যদিও সিনেমার নাম এবং আলিয়ার চরিত্রের বিষয়ে কোনো কিছু জানা যায়নি। তবে নিশ্চিত হওয়া যায়নি সিনেমাটিতে অন্য কোন অভিনেতা তার বিপরীতে অভিনয় করবেন এবং কারা কারা থাকছেন। 

এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সবরকম কাজ শেষ করতে চান বলে জানান পরিচালক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম