Logo
Logo
×

বিনোদন

অনুপমের সাবেক স্ত্রীর সন্তানের বাবা হচ্ছেন পরমব্রত!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম

অনুপমের সাবেক স্ত্রীর সন্তানের বাবা হচ্ছেন পরমব্রত!

ছবি: সংগৃহীত

শিগগিরই জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রীর বাবা হচ্ছেন পরমব্রত- সামাজিকমাধ্যমে এমনই গুঞ্জন ছড়িয়েছে। ভালোবাসা দিবস পেরোতেই এ খুশির খবর ছড়িয়ে দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বেশ কিছু দিন ধরেই পিয়াকে নিয়ে এ রকমই গুঞ্জন শোনা গিয়েছিল। এমন কথা তুলতেই হেসে ফেলেন স্বাস্থ্যকর্মী। তিনি বলেন, আমার কানেও এসেছে। 

সম্প্রতি একটি গণমাধ্যমে এমন খবরই জানিয়েছেন পিয়া চক্রবর্তী। তিনি বলেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে।

শুক্রবার প্রতি দিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তার পর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্য দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এবার জানানোর সময় এসেছে। সেই মতো আজ শনিবার সামাজিকমাধ্যমে শেয়ার করে নেন খুশির খবর।

পরমব্রত অবশ্য বিষয়টি নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার পরিচালিত-অভিনীত সিনেমা ‘এই রাত তোমার আমার’। সিনেমার প্রচারের পাশাপাশি সমান তালে আগলাচ্ছেন হবু মাকে বলেও জানিয়েছেন পিয়া। অর্থাৎ প্রযোজক-পরিচালক-অভিনেতা এখন ঘোরতর সংসারী? প্রশ্ন রাখতেই পিয়ার জবাব—পরম বরাবর খুবই সংসারী। হয়তো ওকে দেখে সেটা বোঝা যায় না। আমি কিন্তু ওকে ওভাবেই পেয়েছি। এখনই কাজের ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন না তিনি। পাশাপাশি নিজেকে প্রস্তুত করছেন। পরিচালক স্বামীর পাশাপাশি দেখভাল করছেন পিয়ার মাও।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ নভেম্বর দুপুরে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেন পিয়া ও পরমব্রত। পরমব্রতের যোধপুর পার্কের বাড়িতেই হয় তাদের বিয়ে। এদিন বিয়েতে উপস্থিত ছিলেন নিকটাত্মীয় ও বন্ধুরা। 

 এর আগে ২০২১ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। সেই সময় শোনা গিয়েছিল যে তাদের বিয়ে ভাঙার নেপথ্যে পরমব্রত ও পিয়ার ‘বিশেষ’ বন্ধুত্ব। তবে সে কথা উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি ও পিয়া শুধুই বন্ধু। তাদের মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যেত। যদিও সংগীতশিল্পী অনুপমের দাবি— পিয়ার বিচ্ছেদের এক বছর আগে থেকেই পরমব্রতকে মন দিয়েছিলেন মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম