Logo
Logo
×

বিনোদন

পরীক্ষার আগে খুদে শিক্ষার্থীদের সাহস দিতে যে টিপস দিলেন দীপিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২ পিএম

পরীক্ষার আগে খুদে শিক্ষার্থীদের সাহস দিতে যে টিপস দিলেন দীপিকা

ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ ভারতে ইতোমধ্যে একাধিক বোর্ডে এক্সাম শুরু হয়ে গেছে। আগামীতে আরও কিছু পরীক্ষা শুরু হবে। এর মধ্যেই শুরু হচ্ছে পরীক্ষা পে চর্চা ২০২৫। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ উদ্যোগের প্রথম পর্বে অতিথি হিসেবে আসেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। তারই একঝলক প্রকাশ্যে এলো সামাজিক মাধ্যমে।

এদিন মাই গভর্নমেন্ট অব ইন্ডিয়ার তরফে তাদের এক্স হ্যান্ডেলে পরীক্ষা পে চর্চা ২০২৫-এর প্রথম পর্বের একঝলক সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে— এক খুদে বলছে, 'এমন কোনো জিনিস আছে, যেটি আমরা করতে পারি আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা জন্য? 

এরপরই দেখা যায় নিউ মম, তথা অভিনেত্রী দীপিকা পাডুকোন সেখানে উপস্থিত। আর নিজের জীবনের; সেই ছোটবেলার নানা গল্প শেয়ার করে নেন তিনি। সাহস জোগান ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষার জন্য। দীপিকা বলেন, আমি খুবই দুষ্টু ছিলাম। আমি সবসময় সোফা, টেবিল ও চেয়ারে উঠে ঝাঁপ মারতাম। কখনো কখনো খুব স্ট্রেস হয়ে যেতাম। আমি অঙ্কে খুবই কাঁচা ছিলাম, আর আজও আছি। যেমন নরেন্দ্র মোদিজি উনার বই এক্সাম ওয়ারিয়রে লিখেছেন— এক্সপ্রেস কর, কখনো চেপে যেও না। তাই সবসময় মনে যেটা চলছে, সেটি কারও সঙ্গে শেয়ার করে নাও— সে বন্ধু হোক কিংবা পরিবার; মা-বাবা হোক কিংবা শিক্ষকশিক্ষিকার সঙ্গে। লেখ নিজের মনের ভাবকে প্রকাশ করতে।

একই সঙ্গে তিনি বলেন, একটানা পড়লে বা কাজ করলে কী হতে পারে। আমি টানা কাজ করেই যাচ্ছিলাম, আর একদিন অজ্ঞান হয়ে যাই। আর কিছু দিন পর বুঝি যে, আমার ডিপ্রেশন হয়েছিল। নিজেদের ভেতরের গুণকে চিনতে শেখায়।

এদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে চাই এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যাতে তোমরা সবাই পরীক্ষার সৈনিক হিসেবে সফল হতে পারো, ভীত না হয়ে। তিনি বলেন, আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর নিজের সেরাটা দিতে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নাও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম