Logo
Logo
×

বিনোদন

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ পিএম

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে গত বছর নাম লেখান সিনেমায়। প্রথম সিনেমা ‘ফাতিমা’ দিয়ে বেশ প্রশংসা কুড়ান এ অভিনেত্রী। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। 

সিনেমাটি দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে অর্জন করেছে বিভিন্ন পুরষ্কারও। ঢাকা আন্তর্জাতিক উৎসবেও এটি প্রদর্শিত হয়েছে। এবার সিনেমাটি ঘরে বসেই দেখতে পারবেন দর্শকরা। 

জানা গেছে, ২০ ফেব্রুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি মুক্তি দেয়া হবে। 

এ প্রসঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, এটি আমার প্রথম সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ভালো সাড়া পেয়েছি। এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়। আমি চাই সবাই সিনেমাটি দেখুক।

সংশ্লিষ্টরা জানান, এটি গত বছরেই ওটিটিতে মুক্তি দেয়ার কথা থাকলেও গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে সেই সিদ্ধান্ত পিছিয়ে যায়।  সিনেমাটিতে উঠে এসেছে এক নারীর জীবন সংগ্রামের গল্প। পরিবারের মায়া ছেড়ে ঢাকা শহরে এসে নতুন করে জীবন শুরু করার যে সংগ্রাম তাই দেখানো হয়েছে তাতে। এদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমার সাফল্যে এরকম আরও কাজ করতে চান বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম