Logo
Logo
×

বিনোদন

প্রথমবারের মতো একসঙ্গে অপূর্ব ও নীহা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম

প্রথমবারের মতো একসঙ্গে অপূর্ব ও নীহা

দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকে অভিনয় করে তিনি বিনোদনপ্রেমীদের মনে শক্ত জায়গা দখল করেছেন। অন্যদিকে অভিনয়ের দুনিয়ায় খুব বেশি পুরনো নন নাজনীন নীহা। কিন্তু স্বল্প সময়ের পথচলায় দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এরইমধ্যে। নির্মাতাদেরও ভরসা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। তার অভিনীত নাটকও হচ্ছে প্রশংসিত। 

সম্প্রতি তিনি অপূর্বর সঙ্গে একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন। একসঙ্গে এটাই তাদের প্রথম নাটক। নাম ‘মন দুয়ারী’। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। 

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, গল্প সুন্দর। আমাকেও দেখা যাবে ভিন্নরূপে। কিছু কাজ মনে দাগ কেটে যায়। এটিও তেমন একটি নাটক। আশা করি দর্শকের ভালো লাগবে। আর নীহা ভালো অভিনয় করে। শেখার ইচ্ছা আছে তার মধ্যে। আমার বিশ্বাস অনেকদূর এগিয়ে যাবে সে।

নীহা বলেন, অনেক আগে থেকেই আমি অপূর্ব ভাইয়ের অভিনয়ের ভক্ত। তার অভিনীত নাটকগুলো আমার ভীষণ ভালোলাগতো। তাই যখন থেকে নিয়মিত অভিনয় করা শুরু করি তখন থেকেই স্বপ্ন ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার। অবশেষে সৌখিন ভাই সেই সুযোগ করে দিয়েছে। টানা তের দিন এ নাটকের শুটিং হয়েছে। অনেক কিছুই শিখেছি। সবমিলিয়ে খুব ভালো কাজ হয়েছে।

নাটকটি ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে অপূর্বকে ভ্যালেন্টাইনের আরও কিছু নাটকে দেখা যাবে। 

অন্যদিকে নীহা এরইমধ্যে মিফতাহ আনানের পরিচালনায় আরো একটি নাটকের কাজ শেষ করেছেন। এই নাটকটিও শিগগিরই প্রচারে আসবে বলে জানা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম