Logo
Logo
×

বিনোদন

বুধবার অনলাইনে মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’ শর্টফিল্ম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম

বুধবার অনলাইনে মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’ শর্টফিল্ম

২০১৯ সালের ৭ অক্টোবর। বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। এরপর ছাত্রলীগের নির্মমতার শিকার আবরার হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। আবরারের এই করুণ মৃত্যুতে ভেসে ওঠে ছাত্র রাজনীতির পৈশাচিকতা। 

এই হত্যকাণ্ডের ঘটনা অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ নির্মাণ করেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ।

শর্টফিল্মটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশেও যশোরের মণিহারসহ বেশ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে শর্টফিল্মটি প্রদর্শিত হয়েছে।

এবার বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে শর্টফিল্মটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা জানাল প্রযোজক প্রতিষ্ঠান ‘একটি ফুল’। প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের উদ্যোগে সাজানো সোশ্যাল এন্টারপ্রাইস- ‘একটিফুল’ এর পক্ষ থেকে জানানো হয় আগামী ১২ ফেব্রুয়ারি ‘একটিফুল’ নামক ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি মুক্তি পাবে। 

এ বিষয়ে পরিচালক শেখ জিসান আহমেদ বলেন, দর্শকরা আমাদের কাছে মৌলিক কাজ প্রত্যাশা করে। সেই প্রত্যাশা থেকে আমরা ‘রুম নম্বর-২০১১’ নির্মাণ করেছি। আশা করি, এটি দর্শকদের আকৃষ্ট করবে। দর্শকদের বলবো, আপনারা শর্টফিল্মটি দেখুন। মতামত প্রদান করুন। 

তিনি শর্টফিল্মটি নির্মাণে সহযোগিতা করায় ‘একটিফুল’কে ধন্যবাদ জানান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম