Logo
Logo
×

বিনোদন

কাকে বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী আনমোল বালুচ?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

কাকে বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী আনমোল বালুচ?

পাকিস্তানি টেলিভিশন ড্রামার জনপ্রিয় অভিনেত্রী আনমোল বালুচ বিয়ে করতে চলেছেন- কয়েদিন ধরে এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।  অভিনেত্রী তার নতুন জীবন কার সঙ্গে শুরু করছেন তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। অবশেষে জানা গেল তার সঙ্গীর নাম। 

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আনমোল বালুচের বাগদত্তার নাম উমেইর বেগ। তিনি দেশটির একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রীর পুত্র। বর্তমানে তিনি পাকিস্তানের বিখ্যাত বেগ গ্রুপের পরিচালনায় দায়িত্বে আছেন। 

যদিও অভিনেত্রী এখনো এসব দাবি নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার প্রতিনিধির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে পাকিস্তানি বিনোদন জগতে এমন গুঞ্জন শোরগোল ফেলে দিয়েছে। 

সম্প্রতি পাকিস্তানের বেশকিছু সেলিব্রেটির ব্যক্তিগত এমন গুঞ্জন সত্য হতেও দেখা গিয়েছে। এই তালিকায় রয়েছেন কুবরা খান, গওহর রশিদ, নীলাম মুনির এবং মাওরা হোসেনের মতো তারকারাও। 

আনমল পাকিস্তানি বিনোদন জগতে বেশ কিছু হিট টেলিভিশন ড্রামা উপহার দিয়েছেন। পাকিস্তানসহ বিশ্বব্যাপী তার এ ড্রামাগুলো প্রশংসিত হয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা বজায় রাখেন এই অভিনেত্রী।

তবে ভক্ত-অনুরাগীরা আনমোল বালুচের পক্ষ থেকে তার বিয়ে নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম