Logo
Logo
×

বিনোদন

নিজের কাছে কোনো প্রতিজ্ঞায় বিশ্বাস করি না: পায়েল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ এএম

নিজের কাছে কোনো প্রতিজ্ঞায় বিশ্বাস করি না: পায়েল

সাধারণত নিজের জন্মদিনটা কাছের মানুষের সঙ্গেই কাটাতে বেশ পছন্দ করেন সবাই।  টালিউড অভিনেত্রী পায়েল সরকারেরও তেমন পছন্দ। কাছের মানুষরা জন্মদিনের আনন্দের খরাক। 

সোমবার (১০ ফেব্রুয়ারি ) সেভাবেই কেটেছে অভিনেত্রীর জন্মদিন।

রোববার রাতেই জন্মদিনের উদযাপন শুরু হয়েছিল। পরিবার ও বন্ধুরা পায়েলের জন্য কেক নিয়ে এসেছিলেন। বিশেষ দিনটিতে শুটিং রাখেননি অভিনেত্রী। তিনি বললেন, জন্মদিনের দিনটা সব সময় পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করি। তবে জন্মদিনে পেশাগত কাজ নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। আর কাজ থাকলে তখন সেটি করতেই হয়। তবে এবার জন্মদিনে কোনো কাজ রাখেননি বলেও জানান পায়েল।

সোমবার সকাল থেকেই অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেন। বছরের এই বিশেষ দিনটায় অনুরাগীদের সঙ্গেও আলাদা করে সময় কাটাতে পছন্দ করেন পায়েল। সেই মতো সন্ধ্যায় অনুরাগীদের একাংশের সঙ্গে দেখা করে কেক কাটেন অভিনেত্রী। 

জন্মদিনে অনেকেই নিজের কাছে কোনো প্রতিজ্ঞা করে থাকেন। পায়েল কি এ ধরনের কোনো রীতিতে বিশ্বাস করেন?—একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী হেসে বললেন, জন্মদিনটা আনন্দে কাটানোর দিন। তা ছাড়া আগামীকাল আমি কী করব সেটি নিয়ে কোনো রকম প্রতিজ্ঞা করি না। সেখানে জন্মদিনের রেজ্যুলুশন নিয়ে কোনো ভাবনা থাকে না।

উল্লেখ্য, সম্প্রতি মৈনাক ভৌমিক পরিচালিত ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী পায়েল সরকার। চলতি মাসেই দেবারতি ভৌমিকের নতুন ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম