Logo
Logo
×

বিনোদন

যিশুর আইনি পরামর্শের দায়িত্বে অতনু রায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ এএম

যিশুর আইনি পরামর্শের দায়িত্বে অতনু রায়

টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে আইনি পরামর্শ দিচ্ছেন প্রযোজক-আইনজীবী অতনু রায়চৌধুরী। আর অভিনেতার হয়ে এই আইনি পরামর্শ দিচ্ছে তিনি। যদিও এখনো নাকি মামলা করেনি কোনো পক্ষ।

প্রযোজনার পাশাপাশি তিনি আইনজীবীও। অনেক নামিদামি সংস্থা তার কাছে আইনি পরামর্শ নিতে আসে। অতনু রায়চৌধুরী নিজে তাদের পরামর্শ দেন এবং আদালতে উপস্থিত থেকে মামলায় লড়েন। 

যিশুর অতনু-যোগ নাকি দেবের মাধ্যমে। ‘খাদান’ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। সিনেমার নায়ক ও সহ-প্রযোজক সংসদ-অভিনেতা দেব। দেব-যিশু এর আগেও একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। পুরোনো বন্ধুত্ব নতুন করে ঝালিয়ে নিয়েছেন ‘খাদান’-এ অভিনয়সূত্রে। সেই জায়গা থেকেই দেব তার আইনি পরামর্শদাতা হিসাবে অতনুর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। প্রযোজকও ফেলতে পারেননি তার চারটি হিট সিনেমার নায়কের অনুরোধ।

তা হলে কি শিগগিরই বিচ্ছেদ মামলা আদালতে উঠবে? এ বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউ-ই। তবে এখনো মামলা দায়ের হয়নি বলে গুঞ্জন ছড়িয়েছে, এর উলটোটাও ঘটতে পারে। অর্থাৎ আইনি বিচ্ছেদের পথে না-ও হাঁটতে পারেন এ তারকা দম্পতি।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছরেরও বেশি দাম্পত্য। টালিউডে ‘আদর্শ দম্পতি’র উদাহরণ ছিলেন যিশু-নীলাঞ্জনা। গত বছর হঠাৎ আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গে অভিনেতার নাম জড়াতেই দাম্পত্যে চিড়। 

যিশু তার কলকাতার বাড়িসহ যাবতীয় সম্পত্তি নাকি দুই মেয়ে সারা ও জারা সেনগুপ্তকে দিয়ে দিয়েছেন। ফিরে গেছেন পুরোনো বাড়িতে। উভয়ের বাক্যালাপ দূরঅস্ত—এমনকি মুখ দেখাদেখি নেই।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম