Logo
Logo
×

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসার আগে মহাকুম্ভে দেবেরাকোন্ডা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

বিয়ের পিঁড়িতে বসার আগে মহাকুম্ভে দেবেরাকোন্ডা

ছবি: সংগৃহীত।

পায়ে চোট পেয়েছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন অভিনেত্রী। সামনেই তার ‘ছাবা’ সিনেমার মুক্তি। পায়ে চোট পাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ‘ছাবা’ সিনেমার প্রচারে সহ-অভিনেতা ভিকি কৌশলকে সর্বক্ষণ দেখা গেছে রাশমিকা মান্দানাকে হুইলচেয়ারে ঘোরাতে। সর্বদা চোখে চোখে রেখেছেন তাকে। 

কিন্তু সেখানে নেই বিজয় দেবেরাকোন্ডা। যেন প্রেমিকাকে নিয়ে খানিকটা উদাসীন বলেই মনে করছেন ভক্ত-অনুরাগীরা । ভেবেছিলেন— বিজয় দেবেরাকোন্ডা হয়তো এ সময় তার প্রেমিকার পাশে থাকবেন। তা না ঘটায় রীতিমতো চটেছেন অনেকেই। সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনুযোগ— কেন রাশমিকার পাশে নেই তার প্রেমিক? যেখানে নায়িকাও সম্প্রতি স্বীকার করেছেন— প্রেম আছে তাদের।

এদিকে মুম্বাই থেকে চেন্নাই— বিনোদন দুনিয়ার তারকারা সুযোগ পেয়েই ছুটে যাচ্ছেন মহাকুম্ভ মেলায়। এবার গেলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। মাকে নিয়ে তিনি গেলেন মহাকুম্ভে পুণ্যস্নানে, যা দেখে বিনোদন দুনিয়া পাচ্ছে অন্য আভাস। 

মিয়া-বিবি দুজনেই সম্পর্কের কথা স্বীকার করেছেন। তাই রাশমিকাকে ইদানীং বিজয়ের পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে। তার আগে যুগলের একান্ত সাক্ষাৎ ফাঁস হয় ফটো সাংবাদিকদের কল্যাণে। তখন থেকেই গুঞ্জন— চলতি বছরেই নাকি চার হাত এক হতে চলেছে। আর মহাকুম্ভ স্নান নাকি তারই প্রাকপর্ব। সংসার জীবনে যাতে কোনো দুষ্ট গ্রহ ছায়া ফেলতে না পারে, সে জন্যই গঙ্গাস্নান সারলেন অভিনেতা। সঙ্গী ছিলেন তার মা মাধবী দেবেরাকোন্ডা।

দিন কয়েক আগেই মাকে নিয়ে বিজয়কে দেখা গিয়েছিল হায়দ্রাবাদ বিমানবন্দরে। সাদা পোশাকে ঝকঝকে দেখাচ্ছিল তাকে। মাধবী পরেছিলেন গোলাপি রঙের কুর্তি ও প্যান্ট। তবে গঙ্গাস্নানের সময় দুজনেই গেরুয়া বস্ত্র পরেছিলেন। নায়কের গলায় রুদ্রাক্ষের মালা। জোড় হাতে সূর্যপ্রণাম করতে দেখা যায় তাদের। স্নান সেরে সাদা উত্তরীয় দিয়ে উর্ধাঙ্গ ঢেকে মাকে নিয়ে মন্দিরে যান পূজা দিতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম