Logo
Logo
×

বিনোদন

নায়িকারা বন্ধু হয় না, মানতে নারাজ ঋতাভরী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

নায়িকারা বন্ধু হয় না, মানতে নারাজ ঋতাভরী

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী ঋতাভরী মাসির কাছ থেকে উপহার পেয়েছে ছোট্ট ইয়ালিনি। আর সেই খবর টালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে। একটি ছবি শেয়ার করে সেখানেই জানিয়েছেন রাজপত্নী। দেখা গেছে, মন দিয়ে কিছু করছে ১৪ মাসের ক্ষুদে। আর সেই ছবির ওপরে লেখা রয়েছে— ওর সব কিছু পছন্দ হয়েছে…@ঋতাভরী চক্রবর্তী।

যদিও ঋতাভরীর থেকে কী কী উপহার এলো ইয়ালিনির জন্য, সেটি স্পষ্ট নয় ছবি থেকে। তবে রাজকন্যার হাতে দেখা গেল একটা ছোট্ট কৌটা। সামনে রাখা একটা বাক্স। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) 'ক্যালেন্ডার' সিনেমার লঞ্চ ছিল ঋতাভরীর। সেই উদ্বোধনেই হাজির হয়েছিলেন ইয়ালিনির মাম্মা শুভশ্রী গাঙ্গুলী। 

এদিন ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানের ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন— ইউভান-ইয়ালিনির মা আর আমার মা দারুণ ফ্রেম। দুই অসাধারণ নারী যাকে আমি ভালোবাসি। 

আর এই অনুষ্ঠানে হাজির মিডিয়ার কর্মীদের উদ্দেশ্যে ঋতাভরী বলেন, লোক বলে নায়িকারা বন্ধু হয় না, এটি একদমই ঠিক নয়। আজ শুভশ্রী এত কাজ সত্ত্বেও এখানে এসেছে। আমরা সবসময় একে অপরকে উৎসাহ দিই উন্মতি করতে।

এদিকে শনিবার বলিউড ক্যারিয়ারের ১৮ বছর পূর্ণ করলেন শুভশ্রী গাঙ্গুলী। সেই জন্য ফ্যান মিটেরও আয়োজন করা হয়েছিল। যেখানে দেখা যায়, প্রিয় নায়িকাকে চোখের সামনে দেখে  হাউমাউ করে কাঁদতে দেখা যায় অনেককে। 

মাতৃত্ব আর ক্যারিয়ার— ব্যালেন্স করায় বরাবরই সিদ্ধহস্ত শুভশ্রী। ইউভানের জন্মের পরও কাজ থেকে সেভাবে ছুটি নেননি তিনি। এমনকি ইয়ালিনি গর্ভে থাকার সময়েও চুটিয়ে কাজ করেছেন। মেয়ের যখন দুই মাস বয়স, তখন বাবলি সিনেমার শুট করেছিলেন অভিনেত্রী।

আপাতত শুভশ্রীর হাতে টানা কাজ। দেবালয় ভট্টাচার্যের একটি ভূতের সিনেমাতে কাজ করার কথা রয়েছে তার। একই সঙ্গে সৃজিতের বিনোদিনী তিনি, লহ গৌরাঙ্গ নাম রে-তে থাকছেন, যা আসছে ২০২৫ সালের ডিসেম্বরে। পাশাপাশি এক পিরিয়ড ছবিতে কাজ করার সুখবর শেয়ার করেন অভিনেত্রী। নাম ‘রায়বাঘিনী ভবশংকরী’, পরিচালনায় শুভ্রজিৎ মিত্র।

চরিত্রের প্রয়োজনে বিগত কয়েক বছর ধরেই নিজেকে ভেঙেগড়ে নিয়েছেন তিনি। ২০২৮ সালে রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শুভশ্রী। ২০২০ সালে জন্ম হয় ইউভানের। ইয়ালিনি কোলে আসে ২০২৩-এর নভেম্বর মাসে। 

রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রীর বাবলি ও সন্তান মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। দুটোতেই প্রশংসিত হয়েছিল অভিনয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম