৫৬ লাখ টাকা ভরণপোষণ দিয়েও আক্ষেপ কাঞ্চনের

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম
-67a9c21cd87ca.jpg)
ছবি: সংগৃহীত
টালিউড অভিনেতা ও সংসদ সদস্য কাঞ্চন মল্লিক ও তার সাবেক স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ছেলে ওশের জন্মদিন ছিল গত শনিবার (৮ ফেব্রুয়ারি) । ওশ ১১ বছরে পা দিল। ছেলের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানান পিঙ্কি। এর পাশাপাশি কাঞ্চনকে খোঁচা দিলেন তিনি। তবে কাঞ্চন মল্লিক পালটা জবাব দিয়েছেন। যদিও মল্লিক অবশ্য ব্যস্ত ছিলেন তৃতীয় স্ত্রীর সঙ্গে ভ্যালেন্টাইনস সপ্তাহ পালনে। অন্তত সে রকমই দেখা গেছে সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে।
গতকাল রোববার এক সংবাদমাধ্যমে ছেলেকে খোলা চিঠি লিখেছেন সাবেক কাঞ্চনপত্নী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন— তার পুত্র এখন খাতায়-কলমে ‘মল্লিক’ হলেও মনেপ্রাণে ‘বন্দ্যোপাধ্যায়’। তার ছেলে এই বয়সে এতটাই পরিণত যে জন্মদিনে বাবার শুভেচ্ছা না এলেও ওশের কোনো অভিযোগ নেই, কোনো দুঃখ নেই।
সাবেক স্ত্রীর অভিযোগের কড়া জবাব দিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা না জানানো নিয়ে তারকা সংসদ সদস্য দ্য ওয়ালকে বলেন, দুনিয়া ভাবতেই পারে আমি ভুলে গেছি। তাদের প্রমাণ করার দায় আমার নেই। তবে আমার প্রিয়জনরা জানে— কাল সকালেও মন্দিরে পূজা দিয়েছি ওর নামে। কাঞ্চন বলেন, আজও বাড়ির সব পূজায় ছেলের জন্য প্রার্থনা করতে ভুলেননি তিনি।
এ অভিনেতা বলেন, ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর কোনো মাধ্যম নেই তার কাছে। কারণ মিউচুয়াল ডিভোর্সের সময় ওশের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, কিন্তু তার ভিজিটিং রাইট কেড়ে নেওয়া হয়েছে।
কাঞ্চন বলেন, ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ কাঞ্চনের। ছেলের ফোন নেই। পিঙ্কির সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। এমনকি আগে বেশ কয়েকবার কাকুতি-মিনুতি সত্ত্বেও ওশের ন্যানি তার সঙ্গে ছেলের ফোনে কথা বলাতে অস্বীকার করেন।
নিজের পিতৃত্ব ফলাতে ছেলেকে কোনোরকম ট্রমা দিতে চান না কাঞ্চন। কারণ এর আগে ছেলের জন্মদিনের উপহার দিতে কোর্টে ছুটতে হয়েছিল তাকে। কাঞ্চনের দেওয়া উপহার নাকি ফিরিয়ে দেন পিঙ্কি। তাই দূর থেকেই ছেলের মঙ্গলকামনা করতে চান বলে জানান এ অভিনেতা।
বর্তমান স্ত্রী শ্রীয়মীর সুরে সুর মিলিয়েই কাঞ্চন বলেন, ওশের দরজা ওর বাবার কাছে আজীবন খোলা। বিচ্ছেদের সময় ছেলের দেখভালের জন্য ৫৬ লাখ টাকা খোরপোষ বাবদ পিঙ্কিকে দিয়েছেন তিনি।
ওশ সবে ক্লাস সিক্স! মায়ের থেকে ছেলেকে আলাদা করতে চান না বলেই ডিভোর্সের সয়ম ছেলের কাস্টডি দাবি করেননি কাঞ্চন। তার বিশ্বাস, ওশ বড় হয়ে অবশ্যই বুঝবে বাবাকে। অভিনেতা বলেন, বাবা তোর জন্মদিন ভোলেনি ওশ। তুই যে আমার রক্ত, তুই-ই যে আমার অংশ।