Logo
Logo
×

বিনোদন

প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট পরিণীতির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম

প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট পরিণীতির

ভাই সিদ্ধার্থের বিয়েতে শ্বশুর-শাশুড়ি ও স্বামীকে নিয়ে যখন অনুষ্ঠান উপভোগ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, তখন সামাজিক  মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন— আমাদের হাতে অতিরিক্ত সময় নেই, তাই যারা তোমাকে বেছে নেবে, তাদেরই বেছে নাও, আর বাকিদের তাদের মতো থাকতে দাও।

এর আগে ২০২৩ সালে পরিণীতি চোপড়ার বিয়েতে প্রিয়াংকা চোপড়ার অনুপস্থিতি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। সেই সময় মধু চোপড়া জানিয়েছিলেন— মেয়ে-জামাই কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি।

এদিকে পরিণীতি চোপড়ার পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অনেকেরই ধারণা— পরিণীতির বিয়েতে প্রিয়াংকা চোপড়া যাননি, তাই এবার পরিণীতি ইচ্ছে করে সিদ্ধার্থের বিয়েতে না গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সেই সময় নিক জোনাসের কনসার্ট ট্যুর থাকলেও বিয়ের দিন কোনো অনুষ্ঠানই ছিল না। এদিকে প্রিয়াংকার ভাই সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেলেও দেখা যায়নি পরিণীতি চোপড়া কিংবা জামাই রাঘব চাড্ডাকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম