অভিষেকের ছোটবেলার ছবি শেয়ার করে যা লিখলেন ঐশ্বরিয়া
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম
![অভিষেকের ছোটবেলার ছবি শেয়ার করে যা লিখলেন ঐশ্বরিয়া](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/Ray-67a5dc25b06cc.jpg)
ছবি: সংগৃহীত।
২০২৪ সালে বলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল অভিষেক-ঐশ্বরিয়ার জুটি। তাদের বিচ্ছেদের গুঞ্জন রীতিমতো স্তম্ভিত করেছিল ভক্তদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। এই তারকা দম্পতির ক্ষেত্রেও হয়ত তেমনটাই ঘটেছে। অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার শুভেচ্ছা নিন্দুকদের খানিক জবাব বলা চলে। তবে এ যেমন তেমন শুভেচ্ছা নয়, একেবারে অভিনেতার ছোটবেলার সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন সাবেক এই বিশ্বসুন্দরী
৪৯ বছরে পা দিলেন অভিষেক। তাই তো দিনভর ভক্ত থেকে সেলিব্রিটি, সামাজিক মাধ্যমে একের পর এক শুভেচ্ছাবার্তা পেয়েছেন অভিষেক। তবে সবার নজর ছিল ঐশ্বরিয়ার দিকে। তার পক্ষ থেকে কী বিশেষ বার্তা আসে, সেইদিকে। বেলাশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে। অভিষেকের শৈশবেরে এটি ছবি শেয়ার করে ভালোবাসায় জানান দিলেন রাই সুন্দরী। সুস্বাস্থ্য, সুন্দর জীবনের প্রার্থনাও করলেন।
পোস্ট করা ছবিতে দেখা যায়, সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, একটা খেলনা গাড়ির উপরে বসে রয়েছেন অভিনেতা। ঐশ্বরিয়া লিখলেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা। সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, ভালোবাসা ও তোমার জীবনে আলোর কামনা করি। ঈশ্বর মঙ্গল করুন।’ ঐশ্বরিয়ার পোস্ট করা ছবিটি মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে। সবাই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
তবে শুধু অভিষেকের জন্মদিনে নয়। গত অক্টোবরে অমিতাভ বচ্চনের জন্মদিনেও সামাজিক মাধ্যমে বিগ বি-কে শুভেচ্ছা জানাতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। এমনকি, মেয়ে আরাধ্যার জন্মদিনও একসঙ্গেই পালন করেছেন দম্পতি। শুধু ঐশ্বরিয়া একাই নন, নানা চর্চা মাঝেও স্ত্রীর জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক।