লাল শাড়ি নিয়ে যে আক্ষেপের কথা জানালেন মালাইকা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম
![লাল শাড়ি নিয়ে যে আক্ষেপের কথা জানালেন মালাইকা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/Malaika-67a5da39050eb.jpg)
ছবি: সংগৃহীত।
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বয়স এখন ৫১। কিন্তু সেসবই শুধু সংখ্যাই মাত্র। এখনো তার কোমরের বাঁকে ছেয়ে থাকে ‘ইশক’, বক্ষ বিভাজিকায় বিপথ গমনের হাতছানি, তার এক ইশারায় পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে ‘জান্নাত’। সিনেমায় অভিনয় আজকাল আর করেন না তেমন। তবে তাকে নিয়মিত দেখা যায় নাচের বিভিন্ন রিয়্যালিটি অনুষ্ঠানে। পাশাপাশি নিজের রেস্তোরাঁও খুলেছেন মালাইকা অরোরা।
সামাজিক মাধ্যমে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীর সংখ্যা অগণিত। নিয়মিত শরীর চর্চার জন্যই বিখ্যাত তিনি। জিমের বাইরে প্রায়ই তাকে ফটোসাংবাদিকরা বন্দি করেন ক্যামেরায়। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মালাইকা শেয়ার করে নেন একটি ফটোশুটের নেপথ্য ভিডিও। সেখানে তার পরনে লাল শাড়ি, একই রঙের ব্লাউজ, আর গলায় ভারি কুন্দনের চোকার ছিল। ফাঁকা কান, কপালে ছোট্ট টিপ। মালাইকার রেশমি চুলে ছিল না কোনো বাঁধন।
অভিনেত্রী ভিডিওর ক্যাপশনে লিখেছেন—আমি সাধারণত শাড়ি পরি না, কিন্তু যখন পরি, তখনই অবাক হই। নিজেকে প্রশ্ন করি— কেন আমি আরও বেশি বেশি শাড়ি পরি না, বিশেষত লাল শাড়ি?
কিন্তু মালাইকা অরোরাকে বেশিরভাগ সময়ই দেখা যায় শরীরচর্চার পোশাকে। এ ছাড়া নানা সময় পশ্চিমী পোশাকেই তিনি ধরা দেন ক্যামেরায়। তবে তার নির্মেদ শরীর যে ভারতীয় পোশাকের জন্য দারুণ উপযুক্ত, সে কথা বলতেই হয়। ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ হোক বা ‘মুন্নি বদনাম’...। বলি বাদশাহ শাহরুখ খান থেকে ভাইজানখ্যাত সালমান খান— সবার সঙ্গেই তিনি দেশি অবতারে আগুন ধরিয়েছেন পর্দায়।
তবে মালাইকার সৌন্দর্যের ভক্ত-অনুরাগী যেমন অগণিত, তেমনই তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। নিন্দুকেরা তার হাঁটার ভঙ্গি নিয়ে কটাক্ষ করতেও পিছপা হন না। মাস কয়েক আগে মালাইকা সেই কটাক্ষের জবাবও দিয়েছেন। নিজের রেস্তোরাঁয় উপস্থিত অতিথিদের সামনে ‘স্ট্যান্ডআপ কমেডি’-র আকারে নিজেকে নিয়েই মশকরা করেন মালাইকা।
দাবি করেন, তার হাঁটার ভঙ্গিকে কটাক্ষ করে ‘ডাক ওয়াক’ (হংসগমন) বলা হয়, তা তিনি জানেন। কিন্তু তা নিয়ে মোটেও ভাবিত নন। বরং তিনি নিজের নিতম্বের গুরুত্ব নিয়েই গর্বিত।