Logo
Logo
×

বিনোদন

গেরুয়া শাড়িতে মহাকুম্ভে আবেদনময়ী এষা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম

গেরুয়া শাড়িতে মহাকুম্ভে আবেদনময়ী এষা

ছবি: সংগৃহীত।

‘জান্নাত ২’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউড সফর শুরু করেছিলেন এষা গুপ্ত। তার পর থেকে ‘রাজ’, ‘রুস্তম’, ‘চক্রব্যূহ’-এর মতো নানা ছবিতে অভিনয় করেছেন তিনি। পর্দায় সাহসী চরিত্রে দেখা গেছে তাকে। পর্দার বাইরেও দেখা গেছে, সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের খোলামেলা ছবি তুলে ধরেন তিনি। বিকিনি পরিহিত ছবিও শেয়ার করে নেন অভিনেত্রী। 

কিন্তু এবার কুম্ভমেলায় সেসব ছেড়ে একেবারে অন্য রূপে ধরা দিলেন এষা। যদিও বলিউডের বহু তারকাই মহাকুম্ভমেলায় গেছেন। অভিনেতা অনুপম খের, মমতা কুলকার্নি, মিলিন্দ সোমন, রেমো ডিসুজা, তনিশা মুখোপাধ্যায়, কবীর খানসহ আরও অনেকে। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন তারা। কিন্তু এবার ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে গেলেন অভিনেত্রী এষা গুপ্ত।

সাহসী পোশাক নয়, পরনে গেরুয়া শাড়ি। কপালে ছোট লাল টিপ ও চুল বাঁধা। এভাবেই এষাকে দেখা গেল পুণ্যস্নানে। অভিনেত্রীর দাবি, সনাতনী হিসাবে মহাকুম্ভে গেছেন তিনি। 

সংবাদমাধ্যমকে এষা গুপ্ত বলেন, অন্যদের ব্যাপারে মন্তব্য করা বলিউড অভিনেতা-অভিনেত্রীদের কাজ নয়। তাই আমিও সেটি করব না। বলিউডে তারকাদের কাজ অভিনয় করা। তবে এখানে আমি বলিউডের অভিনেত্রী হিসাবে আসিনি। এখানে আমি একজন সনাতনী হিসাবে এসেছি। সনাতন ধর্মের জন্য এসেছি। একজন নারী হিসাবে এসেছি। এষা বলেন, কুম্ভে আসার সুযোগ সচরাচর হয়ে ওঠে না আমার। তাই একটা কথাই বলব— ধর্মের জন্য হোক বা কর্মের জন্য, একবার অন্তত কুম্ভে আসুন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম