Logo
Logo
×

বিনোদন

এবার গুহার অন্দরে প্রিয়াংকার ‘চিচিং ফাঁক’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ পিএম

এবার গুহার অন্দরে প্রিয়াংকার ‘চিচিং ফাঁক’

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী প্রিয়াংকা সরকারের মুখে এবার শোনা যাবে ‘চিচিং ফাঁক’। এর মধ্যেই নতুন এ বাংলা সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক অরিজিৎ সরকার। পাশ্চাত্যে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানার সিনেমার আলাদা একটা দর্শক রয়েছে। কোনো বিপদের মাঝে টিকে থাকার লড়াই এ ধরনের সিনেমার প্রেক্ষাপট। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে যারা অভিনয় করেছেন, তাদের সফর। সে তুলনায় বাংলা সিনেমাতে এই ঘরানা অপেক্ষাকৃত নবীন। 

তবে ‘চিচিং ফাঁক’ সিনেমায় চ্যালেঞ্জ নিয়েছেন পরিচালক অরিজিৎ সরকার। এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা সরকার। সিনেমার গল্পের সূত্রটি ধরিয়ে দিলেন পরিচালক। একটি ছেলে ও একটি মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে নিজেদের মতো করে বাঁচার জন্য একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। তার পর অজানা বিপদের হাতছানি এবং শুরু হয় এক অদ্ভুত জাদু সফর। 

কিন্তু সেখানে ‘আরব্য রজনী’র সঙ্গে যোগসূত্র কোথায়, সেই চমক ভাঙতে নারাজ পরিচালক।  অরিজিৎ সরকার বলেন, আলিবাবার গল্পে কাশেম গুহায় প্রবেশ করে দরজা খোলার জন্য 'চিচিং ফাঁক' মন্ত্র ভুলে যায়, আর গুহার মধ্যে বন্দি হয়ে পড়েন। সেই কাহিনির নিরিখে এ সিনেমাটিও দুজন ছেলেমেয়ের বন্দিজীবনের গল্প বলবে।

প্রিয়াংকা শক্তিশালী অভিনেত্রী। অতীতে অভিনয়গুণে জয় করেছেন দর্শকদের মন। কিন্তু এ ধরনের সিনেমা বেছে নিলেন কেন? এ প্রসঙ্গে প্রিয়াংকা সরকার বলেন, সারভাইভাল থ্রিলারে আমার অভিনয় এই প্রথম। এই ঘরানার সিনেমা দেখতে আমি খুব পছন্দ করি। তা ছাড়া এমন কাজ সচরাচর খুব একটা হয় না। তাই সুযোগ হারাতে চাইনি।

উল্লেখ্য, প্রিয়াংকা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক দাস, অমিত সাহা, নিমাই বসু প্রমুখ। ‘কনফিউজড পিকচার্স’ প্রযোজিত সিনেমাটি আপাতত বিভিন্ন চলচ্চিত্র উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম