১০ সেকেন্ডের ভিডিও দেখেই ট্রল, মন খারাপ খুশি কাপুরের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম
![১০ সেকেন্ডের ভিডিও দেখেই ট্রল, মন খারাপ খুশি কাপুরের](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/1-(13)-67a5906fcb32e.jpg)
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী শ্রীদেবীকন্যা খুশি কাপুর ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমিরপুত্র জুনায়েদ খান এতদিন তাদের 'লাভিয়াপা'-র সিনেমার মুক্তির অপেক্ষায় ছিলেন। সেই মাহেন্দ্রক্ষণ শেষে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতদিন ধরেই তাদের সেই সিনেমা নিয়ে বলিপাড়ায় আলোচনা-সমালোচনা চলছিল। যে রকমটা হয়ে থাকে নেটদুনিয়ায়। নিজেদের ছোটবড় নানা কাজের জন্য ক্রমাগত সমালোচিত হন তারা। অবশেষে আজই দেখা যাবে পর্দায় সেই স্টার কিডদের রসায়ন।
অদ্বৈত চন্দনের পরিচালনায় 'লাভিয়াপা' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জুনায়েদ খান ও খুশি কাপুরকে। লাভিয়াপা সিনেমায় এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার, ব্যক্তিজীবনে কীভাবে তা ছাপ ফেলতে পারে এবং অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের খারাপ দিককে ফোকাস করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে খুশি কাপুর বলেন, আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বেড়ে যাওয়ায় ইন্টারনেটে আপলোড করার সময় সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমি মনে করি, এআইয়ের কারণে ইন্টারনেটে বেশ ভয়ের জিনিস হয়ে দাঁড়াচ্ছে। আর এসব বিষয় থেকে যে কোনো মানুষকে নিজেকেই রক্ষা করতে হবে। খুব ভয়ঙ্কর ব্যাপার এটা। আসলে মানুষকে বিশ্বাস করতে হবে অন্য মানুষকে। সঙ্গে আমরা ইন্টারনেটে কোন ধরনের বিষয় দেব, কীভাবে ইন্টারনেট ব্যবহার করব এবং তা নিয়ে সচেতনাতা থাকাও ভীষণ প্রয়োজন।
শ্রীদেবীকন্যা বলেন, আমি মনে করি, লোকেরা মাত্র ১০ সেকেন্ডের ইনস্টাগ্রাম রিল দেখার পর, এক ব্যক্তি সম্পর্কে একটি ধারণা তৈরি করে নেয়। ১০ সেকেন্ডের ক্লিপ দেখে কী করে বুঝবেন মানুষটিকে? এমনকি তারা ব্যক্তিগত জীবনে কেমন, সে সম্পর্কেও তো আপনার কোনো ধারণা নেই। তিনি বলেন, আমি মনে করি, আপনার খুব সচেতন হওয়া উচিত এবং সাধারণভাবে ইন্টারনেটে দেখে কোনো লোককে বিচার করা উচিত নয়।
এদিকে 'লাভিয়াপা' দিয়েই বড়পর্দায় অভিনয়ে হাতেখড়ি হচ্ছে আমিরপুত্রের। এ বিষয়ে জুনায়েদ খান বলেন, আমি বিশ্বাস করি বাস্তব জীবনে যোগাযোগ রাখাটা বেশি গুরুত্বপূর্ণ এই এআইয়ের সময়ে এসে। কারণ আপনার পরিবার, বন্ধু ও পার্টনারের সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে।
ইতোমধ্যেই লাভিয়াপার তারকা খচিত একটি স্ক্রিনিং হয়ে গেছে গত বুধবার মুম্বাইতে। পাপারাজ্জিদের তোলা ভিজ্যুয়ালে মিস্টার পারফেকশনিস্ট আমির খান সেখানে উপস্থিত বলিউড বাদশাহ শাহরুখ খানকে হাসিমুখে স্বাগত জানাতে দেখা যায়। দুই খান এরপর একটি উষ্ণ আলিঙ্গন শেয়ার করে নেন এবং একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। আমিরের দুই সন্তান জুনায়েদ ও ইরাকেও জড়িয়ে ধরেন শাহরুখ খান।
ক্যাজুয়াল পোশাকে স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন কিং খান। টর্নড জিন্স ও কালো চশমার সঙ্গে নীল শার্টে আসেন তিনি। শাহরুখের আগে জুনায়েদকে চিয়ারআপ করতে স্ক্রিনিংয়ে এসেছিলেন ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।