অপূর্ব’র চালচিত্র এবার দেখবেন বাংলাদেশি দর্শকরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত
ভারতের কলকাতায় ‘চালচিত্র’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এটি গত বছর ২০ ডিসেম্বর কলকাতায় মুক্তি পায়। সিনেমাটি দিয়ে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় বাংলাদেশের এ অভিনেতার। জানা গেছে, সিনেমাটি এবার বাংলাদেশি দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে। আজ থেকে হইচই নামে একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি প্রদর্শিত হবে।
এদিকে অপূর্ব বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকে ফিরে ব্যস্ত হবেন নাটকের কাজ নিয়ে। আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে একাধিক নাটক রয়েছে তার হাতে। এ ছাড়া তাসনিয়া ফারিণের সঙ্গে জুটি বেঁধে ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেন কাজল আরেফিন অমি। এটিও ভালোবাসা দিবসেই প্রকাশ হবে বলে জানান নির্মাতা।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামে একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় জিয়াউল ফারুক অপূর্বর। এরপর আর তাকে সিনেমায় দেখা যায়নি। থিতু হয়েছেন নাটকে। বর্তমানে ওটিটির কাজ নিয়েও রয়েছে তার ব্যস্ততা।