বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে জাস্টিন বিবার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম
![বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে জাস্টিন বিবার](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Untitled-5-67a4bccdd0ae8.png)
হলিউডের জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার এবং তার স্ত্রী হেইলি বিবারের ঘরে কয়েকমাস আগেই নতুন অতিথি এসেছে। ছোট্ট জ্যাক ব্লুক বিবারকে নিয়ে বেশ দারুণ সময় কাটছে তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে আদরের সন্তানকে নিয়ে তাদের শেয়ার করা ছবি দেখে সেটাই মনে হয়।
তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, তাদের সুখের সংসার নাকি ভাঙতে চলেছে!এ নিয়ে খবরও প্রকাশ হয়েছে গণমাধ্যমে। প্রকাশিত খবর আনুযায়ী, বিচ্ছেদের পথে হাঁটছেন জাস্টিন এবং হেইলি!
সেই গুঞ্জনের বিরুদ্ধে সরাসরি মুখ না খুললেও, স্ত্রী হেইলিকে নিয়ে একসঙ্গে বাইরে খেতে বেরিয়ে তার জবাব দিলেন জাস্টিন। নিন্দুকের মুখ বন্ধ করে একসঙ্গে নিউ ইয়র্কের বিখ্যাত রেস্তোরাঁ ‘দ্য কর্নার স্টোর’-এ ভালোবাসার মাস ফেব্রুয়ারির শুরুতেই সময় কাটাতে যান এ দম্পতি। এ সময় তাদের দেখে সম্পর্ক খারাপ হওয়ার কোনো ইঙ্গিতই পাওয়া যায়নি।
বিবার দম্পতির বিচ্ছেদের গুঞ্জন এবারই নতুন নয়। তাদের সম্পর্ক শুরু থেকেই নানা বিতর্কের মুখে পড়েছে। বিশেষ করে জাস্টিনের সাবেক প্রেমিকা সেলেনা গোমেজের কারণে অনেক নেটিজেন হেইলিকে সেভাবে গ্রহণ করতে পারেননি। তাই প্রায়ই তাদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন উঠে থাকে।
সম্প্রতি বিবারের সাবেক সহকর্মী এবং মেন্টর সিয়ান ডিডি কম্বোসের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করা হয়েছে। হলিউডের গোপন সূত্রে জানা যায়, ডিডির অপকর্মের শিকার ছিলেন বিবারও। তার অল্প বয়সে মাদক সেবন এবং অন্যান্য পথভ্রষ্টতার জন্য অনেকেই ডিডিকে দায়ী করেন। ডিডির বিরুদ্ধে হওয়া ওই মামলায় বিবারকে সাক্ষী হিসেবে ডাকা হতে পারে—এমনটাও শোনা যাচ্ছিল।
এই পরিস্থিতি নিয়ে নাকি চিন্তিত ছিলেন বিবারও। আর এজন্যই নাকি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই তারকা। তার কঙ্কালসার চেহারা, ভাঙা গাল এবং চোখের কোটরে বিধ্বস্ত ভাব ছিল। আতঙ্কে মাদক সেবন বাড়িয়ে দিয়েছেন বলেও শোনা যায়। এসব নিয়েই নাকি হেইলি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এবং সন্তান ও নিজের ভরণপোষণের জন্য ৩০০ মিলিয়ন ডলার খোরপোশ দাবি করতে পারেন—এমন খবরও ছড়িয়ে পড়ে।
তবে এসব জল্পনা ও গুঞ্জনকে একপাশে রেখে একসঙ্গে দারুণ সময় কাটাতেই দেখা গেল এই দম্পতিকে।