Logo
Logo
×

বিনোদন

সাইফের হামলাকারী হিসেবে কাকে চূড়ান্ত করল মুম্বাই পুলিশ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম

সাইফের হামলাকারী হিসেবে কাকে চূড়ান্ত করল মুম্বাই পুলিশ?

নানা নাটকীয়তার পর বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে শরিফুল ইসলাম শাহজাদকেই চূড়ান্ত করেছে মুম্বাই পুলিশ। 

বুধবার মুম্বাইয়ের আর্থার রোড জেলে এই শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের দাবি, তাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে, শরিফুলই সেই রাতে সাইফের অভিজাত বাড়ির ১২ তলায় চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন। ‘ফেশিয়াল রিকগনিশন টেস্ট’ এর মাধ্যমে ইতোমধ্যে সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে তার মুখের মিলের প্রমাণ পেয়েছে পুলিশ। পাশাপাশি সাক্ষীরাও এদিন জেলে এসে শরিফুলকে শনাক্ত করেছেন।

জানা গেছে, আদালতের নির্দেশ অনুসারে বুধবার আরথার রোড সংশোধনাগারের সিনিয়র কারা কর্মকর্তার কার্যালয়ে এ শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সাইফ আলি খানের বাড়ির কর্মচারী আরিয়ামা ফিলিপ এবং অভিনেতার ছেলে জেহর দেখভালের দায়িত্বপ্রাপ্ত জুনু। এই দুই নারীই সেই রাতে শরিফুলকে দেখেছিলেন জেহর ঘরের বাইরে। তাদের সামনেই সাইফের ওপর হামলা চালান শরিফুল।

এর আগে গত ৩১ জানুয়ারি মুম্বাই পুলিশ শরিফুলের ‘ফেশিয়াল রিকগনিশন টেস্ট’ করে। যাতে তারা প্রমাণ পায়, সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তি ও আটক শরিফুল একই ব্যক্তি। 

মুম্বাই পুলিশের দাবি, তারা শরিফুলের বিরুদ্ধে নানা প্রমাণ পেয়েছে। বাংলাদেশ থেকে তিনি ভারতে গিয়ে কলকাতার বিভিন্ন স্থানে থেকেছেন তার প্রমাণও মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি ভোরে সাইফের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে এক যুবক। একপর্যায়ে অভিনেতা টের পেয়ে ওই ব্যক্তিকে বাধা দিতে গেলে ছুরিকাঘাতের শিকার হন।এরপর রক্তাক্ত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অভিনেতাকে ভর্তি করা হয়।অন্যদিকে ১৮ জানুয়ারি মুম্বাইয়ের ঠাণের একটি জায়গা থেকে শরিফুলকে গ্রেফতার করে পুলিশ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম