নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উপস্থাপন করলেন পরীমনি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
![নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উপস্থাপন করলেন পরীমনি](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/05/porimoni-67a35c4a879f9.jpg)
পরীমনি
ঢালিউড অভিনেত্রী পরীমনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সবসময় সরব থাকেন। আবার মাঝে মধ্যেই দেখা যায়, অভিনেত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। আবার থেমেও যায়। তাই এ মুহূর্তে কোনো ঝড় না থাকলেও নিজের ভালো লাগার বিষয়গুলো পরীমনি ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেন।
সম্প্রতি পরীমনি মধ্যরাতে আলো আঁধারের তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।
শেয়ার করা ছবিতে দেখা যায়, মধ্যরাতে দোলনায় খোশমেজাজে বসে আছে পরীমনি। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করলেও অনেকে কটাক্ষ করেছেন। এক নেটিজেন লিখেছেন— ‘পেঁচা তো পেঁচাই, পেঁচা আবার লক্ষ্মী হয় কীভাবে?’ আরেক নেটিজেন লিখেছেন—‘অসাধারণ সুন্দর হয়েছে ছবিটি। নামের সাথে তার অনেক মিল সত্যি সে পরীর মতো সুন্দর যথার্থ তার নাম।’
উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমনির ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়। এরপরই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে কর্মজীবনে নিজেকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন।