Logo
Logo
×

বিনোদন

‘অনেক কষ্টে জায়গাটা বানিয়েছি, কোনো গডফাদার নেই'

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

‘অনেক কষ্টে জায়গাটা বানিয়েছি, কোনো গডফাদার নেই'

রাজ চক্রবর্তী

টালিউড ইন্ডাস্ট্রিতে আবারও টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়ের পর সৃজিতকে কাজ করা থেকে আটকানোয় প্রকট হয়েছে ফেডারেশন বনাম পরিচালক দ্বন্দ্ব। এবার সেই প্রসঙ্গে কথা বললেন প্রযোজক-পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তী। জানালেন নিজের লড়াইয়ের কথা, তুলনা করলেন নিজের সঙ্গে সৃজিতের।

টিভি ৯ বাংলার এক সাক্ষাৎকারে সৃজিতকে নিয়ে কথা বলতে গিয়ে রাজ চক্রবর্তী বলেন, 'আমি মফস্বলের ছেলে। সৃজিতও তাই। আমরা নিজেদের জায়গাটা কষ্ট করে বানিয়েছি। এখানে আমাদের কোনো গডফাদার নেই এবং ছিল না। ওর মতো গুণী ছেলেকে উৎসাহ দেওয়া উচিত বলে মনে করি। আর এমন জায়গায় কাজ করতে গেলে কোনো ভুল বোঝাবুঝি হতেই পারে। কিন্তু ও একটা সেট বানাচ্ছিল, সেটা ধুম করে বন্ধ করা হলো। ও জানেই না কেন করা হলো। ’

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ চক্রবর্তী টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাকেও। মুখ্যমন্ত্রীর কথা মনে করিয়ে দিয়ে রাজ চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রীর নির্দেশ যে, কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান কর, কথা বলো এবং আলোচনা কর। তারপর কারা এরা, যারা এ ধরনের পরিবেশ-পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় সেটা খুঁজে বের করাটা খুব জরুরি। বের করা উচিত। ওভার অল টেকনিশিয়ান যারা, তারা কিন্তু কাজ করতেই চান। আজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাজটা বন্ধ হয়ে গেল, উত্তরবঙ্গে এখন শুটিং করার কথা ছিল, তো সেটা বন্ধ হওয়ায় কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেলেন না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম