শাহরুখের একাধিক হিট ছবিতে প্রস্তাব পেয়েও জুটি বাঁধেননি কাজল, কিন্তু কেন?
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম
![শাহরুখের একাধিক হিট ছবিতে প্রস্তাব পেয়েও জুটি বাঁধেননি কাজল, কিন্তু কেন?](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/05/Kajol-67a33b7404db6.jpg)
ছবি: সংগৃহীত
বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কাজল ও বলি বাদশাহ শাহরুখ খান জুটি হিসাবে সুখ্যাতি অর্জন করে। সফল জুটি হিসাবে তারা সিনেমাপ্রেমীদের কাছে সর্বাধিক জনপ্রিয়। ‘বাজিগর’, ‘কর্ণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘মাই নেম ইজ খান’-এর মতো একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয় করে এ জনপ্রিয়তা অর্জন করেছেন তারা। আর দর্শকদের অন্যতম জনপ্রিয় জুটি হিসাবেই স্বীকৃত— শাহরুখ-কাজল।
অথচ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে শেষ অভিনয় করতে দেখা গেছে এ জুটিকে। এরপর তাদের আর কোনো ছবিতে দেখা যায়নি। এর মাঝে শাহরুখ খানের অনেক জনপ্রিয় হিট ছবিতে নির্মাতাদের কাছ থেকে অভিনেত্রী কাজল অভিনয়ের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দেন।
সিনেমাপ্রেমী দর্শকরা মনেপ্রাণে সেই শাহরুখ-কাজল জুটিকে বারবার বড়পর্দায় দেখতে চাইলেও অভিনেত্রী কাজল নিজেই অনেকবার শাহরুখের সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেন অভিনেত্রী সেসব ছবি ফিরিয়ে দিয়েছিলেন, তা এতদিন অজানাই ছিল। তবে আজ জেনে নিন কেন যেসব হিট ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরও ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
১৯৯৮ সালে মণি রত্নমের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখের ছবি ‘দিল সে…’। এ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন অভিনেত্রী মনীষা কৈরালা ও প্রীতি জিনতা। মেঘনার চরিত্রে অভিনয় করতে দেখা যায় মনীষাকে। তবে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কাজল। কিন্তু তা নাকি বুঝতেই পারেননি অভিনেত্রী। নিজের অজান্তেই সেই সুযোগ হাতছাড়া করেছিলেন অভিনেত্রী।
করণ জোহর পরিচালিত এক রিয়্যালিটি শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজল। সেই পর্বে কাজলের উদ্দেশে করণ বলেছিলেন— আমার একটি ঘটনার কথা খুব মনে পড়ে। তখন তোমার সঙ্গে বসেছিলাম আমি। শাহরুখ খানের বাড়িতে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির চিত্রনাট্যের খসড়া পাঠ চলছিল। হঠাৎ তোমার ফোন বেজে উঠল। তোমায় মণি রত্নম ফোন করেছিলেন। কিন্তু তুমি তা বিশ্বাসই করোনি।
কাজলকে ফোন করে মণি রত্নম নিজের পরিচয় দিয়ে বার্তালাপ শুরু করতে যাচ্ছিলেন। কিন্তু গোড়াতেই বাধা দিয়েছিলেন কাজল। মণি রত্নমের নাম শুনে কাজল ফোনের এপার থেকে বলে উঠেছিলেন— হ্যাঁ। আর আমি টম ক্রুজ (হলিউডের জনপ্রিয় অভিনেতা)।
আসলে কাজল বিশ্বাসই করতে পারেননি যে মণি রত্নমের মতো খ্যাতনামা একজন ছবি নির্মাতা তাকে ‘দিল সে…’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতে ফোন করতে পারেন। কেউ তার সঙ্গে মজা করছেন ভেবে তিনি ফোন কেটে দিয়েছিলেন। পরে কাজল আসল ঘটনাটি জানতে পেরেছিলেন। তাই অভিনয়ের সুযোগ অজান্তেই হাতছাড়া হয়ে গিয়েছিল অভিনেত্রীর।
১৯৯৭ সালে যশ চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিল তো পাগল হ্যায়’। এ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যায় বলিউড অভিনেতী মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুরকে।
সূত্র জানায়, ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে নিশার চরিত্রে অভিনয় করতে দেখা যায় কারিশমা কাপুরকে। মুখ্যচরিত্র হলেও ছবিতে দ্বিতীয় নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। নিশার চরিত্রের জন্যই প্রথমে কাজলকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ছবির নির্মাতারা। কারণ ছবির নায়িকা হিসেবে কাজলকে পছন্দ ছিল নির্মাতাদের। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কারণ এ ছবিতে দ্বিতীয় নায়িকার ভূমিকায় অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন বলেই তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
২০০০ সালে আদিত্য চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মহাব্বতে’। এ ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। শাহরুখের বিপরীতে এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। তবে বচ্চন-পুত্রবধূ নন, ছবিনির্মাতাদের পছন্দ ছিল কাজলকে।
সূত্র জানায়, ‘মহাব্বতে’ ছবিতে নায়িকা হিসেবে প্রথমে কাজলকেই পছন্দ ছিল নির্মাতাদের। কিন্তু কাজল সেই প্রস্তাব ফিরিয়ে দিলে ঐশ্বরিয়াকে অভিনয়ের প্রস্তাব দেন তারা। কাজলের ফিরিয়ে দেওয়া প্রস্তাবে রাজি হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী।
২০০৩ সালে আজিজ মির্জার পরিচালনায় ‘চলতে চলতে’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শাহরুখের সঙ্গে এ ছবিতে জুটি বাঁধেন রানী মুখার্জি। কিন্তু ছবির নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কাজল। আর ‘চলতে চলতে’ ছবিতে কাজলকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু সেই চরিত্রে অভিনয় করতে চাননি অভিনেত্রী। পরে কাজলের ফিরিয়ে দেওয়া চরিত্রে অভিনয় করতে দেখা যায় রানীকে।
এ ছাড়া ২০০৪ সালে যশ চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় রোমান্টিক ঘরানার ছবি ‘বীর জারা’। এ ছবিতে বলি বাদশাহর সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে দেখা যায় অভিনেত্রী প্রীতি জিনতাকে। তবে এ ছবির নায়িকা হিসাবে প্রীতি প্রথম পছন্দ ছিল না নির্মাতাদের। শাহরুখের বিপরীতে জুটি বাঁধার জন্য কাজলকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো অজানা কারণে তিনি এ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন।
এ ছাড়া ২০০৬ সালে করণ জোহরের পরিচালনায় মুক্তি পায় ‘কভি আলবিদা না কহেনা’ ছবিটি। এ ছবিতে শাহরুখ, প্রীতি জিনতা ছাড়াও অভিনয় করেছিলেন রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও কিরণ খেরের মতো তারকারা। এ ছবিতে শাহরুখের স্ত্রীর ভূমিকায় দেখা যায় প্রীতি জিনতাকে।
চিত্রনাট্য অনুযায়ী মায়া নামের একটি চরিত্রের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় শাহরুখকে। এই মায়া চরিত্রেই প্রথমে কাজলকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা।
কিন্তু ‘কভি আলবিদা না কহেনা’ ছবিতে মায়া চরিত্রে নির্মাণ মনে ধরেনি তার। তাই ছবিটির প্রস্তাব ফিরিয়ে দেন কাজল।
‘কভি আলবিদা না কহেনা’ ছবি প্রসঙ্গে কাজলের দাবি ছিল— মায়ার উচিত ছিল পরকীয়ায় না জড়িয়ে বৈবাহিক জীবনে সৃষ্টি হওয়া জটিলতার সমাধান করা। যেহেতু তা হয়নি, তা-ই সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তারপর সেই চরিত্রে অভিনয় করতে দেখা যায় রানী মুখার্জিকে।