‘শুধু পাকিস্তানিরাই সানগ্লাস পরে বিমানে ভ্রমণ করে’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম
![‘শুধু পাকিস্তানিরাই সানগ্লাস পরে বিমানে ভ্রমণ করে’](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/Untitled-3-67a2013b683a2.jpg)
পাকিস্তানের সিনিয়র শিল্পীরা প্রোডাকশন হাউস বা ইভেন্ট আয়োজকদের কাছ থেকে একটি বার্গারেরও জন্য অর্থ নেন বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ও টিভি উপস্থাপক জুগ্গান কাজিম।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ভ্রমণের অভিজ্ঞতার পাশাপাশি পাকিস্তানি অভিনেতাদের মনোভাব সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি।
ভ্রমণ বিষয়ে নিজের কথা বলতে গিয়ে জুগ্গান বলেন, ভ্রমণের আগে আমি খুব যত্ম করে সব গোছাই এবং পাঁচ দিন আগেই প্রস্তুতি শেষ করি।
তিনি আরও বলেন, আমি কখনোই অতিরিক্ত লাগেজ নিয়ে ভ্রমণ করি না, তাই অতিরিক্ত লাগেজ চার্জও দিতে হয় না।
পাকিস্তানি সেলিব্রিটিদের উপহাস করে জুগ্গান বলেন, শুধু পাকিস্তানিরাই সানগ্লাস পরে বিমানে ভ্রমণ করেন। আর কাউকে এমন দেখা যায় না।
কাজ করতে বিদেশে যাওয়ার একটি ঘটনা উল্লেখ করে তিনি জানান, একটি অনুষ্ঠানে যোগ দিতে বিদেশে গিয়েছিলেন।যেখানে ইন্ডাস্ট্রির একজন প্রবীণ শিল্পীও তার সঙ্গে ছিলেন। শিল্পী মাত্র ৬ ডলার দিয়ে একটি বার্গার কিনে সেটির ভাউচার ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে জমা দেন।
শিল্পীর আচরণ সম্পর্কে কথা বলতে গিয়ে জুগ্গান আরও বলেন, তিনি ইভেন্ট কোম্পানিকে বলেছিলেন যে আমি এই বার্গার খেয়েছিলাম এবং এখন আমি এর টাকা চাই, পরে এটি নিয়ে ঝগড়াও হয়েছিল।
ডন উর্দু