Logo
Logo
×

বিনোদন

বিয়ের বছর না ঘুরতেই কেন বাড়ি বিক্রি করতে হলো সোনাক্ষীকে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম

বিয়ের বছর না ঘুরতেই কেন বাড়ি বিক্রি করতে হলো সোনাক্ষীকে?

ছবি: সংগৃহীত

নানা প্রতিকূলতা ডিঙিয়ে ২০২৪-এর জুন মাসে দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিন্নধর্মে বিয়ের জন্য বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। সিনহা পরিবারও নাকি জহিরের সঙ্গে মেনে নিতে চায়নি প্রথমে। কিন্তু সব বাধা অতিক্রম করে বিয়ে করেন অভিনেত্রী। 

ঘরোয়া আবহেই বিয়ে সেরেছিলেন তারা। ছিল না কোনো ধর্মীয় আচার। যদিও আলাদা করে প্রীতিভোজের আয়োজন করেছিলেন সোনাক্ষী ও জহির। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই বাড়ি বিক্রি করে দিতে হল সোনক্ষীকে। যা নিয়ে বলিউডপাড়ায় চলছে নানা জল্পনা-কল্পনা।

মু্ম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় একটি ফ্ল্যাট মনের মতো করে সাজিয়েছিলেন সোনাক্ষী। সেই সব ছবিও সমাজিক মাধ্যমে ছড়িয়েছিল। বান্দ্রার বিলাসবহুল কুরলা আবাসনে ছিল সোনাক্ষীর এই ফ্ল্যাট। আয়তন ছিল ৪২২১ বর্গফুট। সেই ফ্ল্যাট ২২.৫০ কোটি টাকায় বিক্রি করলেন সোনাক্ষী। তবে এতে বিশেষ ক্ষতি হয়নি তার। 

জানা গেছে, ফ্ল্যাট যে দামে কিনেছিলেন তার থেকে ৬১ শতাংশ বেশি লাভে বিক্রি করেছেন অভিনেত্রী। ফ্ল্যাটটিতে চারটি শয়নকক্ষ ছিল, ছিল তিনটি গাড়ি রাখার সুবিধা। এই একই আবাসনে আরও একটি ফ্ল্যাট রয়েছে তার।

মুম্বাই শহরের বান্দ্রায় বহু বলিউড-তারকার বসবাস। এই বিলাসবহুল এলাকা তারকাদের বিশেষ প্রিয় বলে শোনা যায়। বান্দ্রাতেই থাকেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, তৃপ্তি ডিমরি, সঞ্জয় দত্তসহ আরও অনেকে। এ ছাড়াও এই এলাকায় বহু শিল্পপতি ও ব্যবসায়ীও থাকেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম