Logo
Logo
×

বিনোদন

যে কারণে ববি দেওলের স্ত্রীর থাপ্পড় হজম করেন কারিনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম

যে কারণে ববি দেওলের স্ত্রীর থাপ্পড় হজম করেন কারিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর তার দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছেন। তবে এক শুটিং সেটে নাকি বলিউড অভিনেতা ববি দেওলের স্ত্রীর হাতে থাপ্পড় খেয়েছিলেন অভিনেত্রী। 

গুঞ্জন ছড়ায়, সেই শুটিং সেটে ববি দেওলের স্ত্রী তানিয়ার সঙ্গে নাকি ঝগড়া হয় কারিনার, যা শেষ পর্যন্ত হাতাহাতিতেও গড়ায়। 

জানা যায়, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত 'আজনবি' সিনেমার শুটিং সেটে ঘটে ওই ঘটনা। সিনেমাতে কস্টিউম ডিজাইনারের কাজ করতেন তানিয়া। একদিন তানিয়া কারিনাকে ছেড়ে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করেন। আর তখন থেকেই ঝগড়ার সূচনা। 

এদিকে কারিনার মা ববিতা কাপুরও তানিয়ার এই আচরণ পছন্দ করেননি। তারপরও তানিয়া তার সিদ্ধান্ত থেকে সরেননি, যা একেবারেই পছন্দ হয়নি কারিনার। ফলে তানিয়া-কারিনার ঝগড়া আরও তীব্র হয়। এরপর রেগে গিয়ে কারিনাকে থাপ্পড় মারেন তানিয়া।

বিষয়টি নিয়ে কারিনা মুখও খোলেন এক সাক্ষাৎকারে। অভিনেত্রী বলেন, ববির স্ত্রী তানিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। তিনি আমার মায়ের সঙ্গে ঠিক আচরণ করতেন না। আর বিষয়টি আমিও পছন্দ করতাম না। তবে ববির সঙ্গে আমার আজও কোনো সমস্যা নেই।’

প্রসঙ্গত, ১৯৯৫ সালে 'বরসাত'-এর হাত ধরেই বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন ববি। তার বিপরীতে ছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইঙ্কল খান্না। এই সিনেমা সুপারহিট হয় এবং সবার মন জয় করেন ধর্মেন্দ্র-পুত্র। 

তানিয়াকে বিয়ে করার আগে ববি বেশ কয়েক বছর অভিনেত্রী নীলম কোঠারির সঙ্গে সম্পর্কেও ছিলেন। সেই প্রেম ভাঙার পরে তানিয়া আহুজার মধ্যেই ভালোবাসা খুঁজেছিলেন অভিনেতা। খুব অল্প দিনের পরিচয়েই বিয়ে করেন তারা। বর্তমানে সুখী দাম্পত্যের নজির ফুটিয়ে তুলতে দেখা যায় এই জুটিকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম