Logo
Logo
×

বিনোদন

মারা গেলেন ‘স্কুইড গেম’ সিরিজের অভিনেত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

মারা গেলেন ‘স্কুইড গেম’ সিরিজের অভিনেত্রী

জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী লি জু-সিল মারা গেছেন। বিখ্যাত কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’র দ্বিতীয় সিজনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। 

কোরিয়ান পত্রিকা দ্য চোসুন ইলবো জানিয়েছে, লি জু-সিল রোববার দক্ষিণ কোরিয়ার উইজিয়ংবুরে নিজ বাড়িতে ৮১ বছর বয়সে মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, পঞ্চাশের দশকে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হন। সেসময় চিকিৎসকরা বলেছিলেন, তিনি আর এক বছরেরও কম সময় বাঁচবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ১৩ বছর পর চিকিৎসকরা তাকে ক্যান্সার মুক্ত ঘোষণা করেন। এরপর গেল গেল বছরের নভেম্বরে লি’র শরীরে আবার ক্যান্সার ধরা পড়ে। এর আগে থেকে নানা ধরনের অসুখে ভুগছিলেন তিনি।

লি ‘স্কুইড গেম’ সিরিজে পার্ক মাল-সুন চরিত্রের জন্য ব্যাপক পরিচিত। এটি -হোর মায়ের চরিত্র। তিনি এর সিজন ২ এর প্রথম দুটি এপিসোডে উপস্থিত হয়েছেন। 

তৃতীয় এবং চূড়ান্ত সিজনেও এ অভিনেত্রীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে এই সিজনের শুটিং শেষ হয়েছে। চলতি বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

লি ১৯৬৪ সালে অভিনয় শুরু করেন মঞ্চ নাটক এবং ভয়েস অ্যাক্টিংয়ে কাজ করার মাধ্যমে। এরপর আসেন সিনেমায়। তিনি দক্ষিণ কোরিয়াতে একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন। ২০১৬ সালের জোম্বি থ্রিলার ‘ট্রেন টু বুসান’ -এ সেওক-উর দাদির ভূমিকায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এছাড়াও তিনি বেশ কিছু সিনেমা ও জনপ্রিয় কোরিয়ান নাটকে অভিনয় করেছেন।

অভিনেত্রীর মৃত্যুর খবরে তার ভক্তরা এবং ‘স্কুইড গেম’ সিরিজের দর্শক সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম