নগ্ন পোশাকে গ্র্যামিতে বিয়াঙ্কার উপস্থিতি নিয়ে তোলপাড়
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম
![নগ্ন পোশাকে গ্র্যামিতে বিয়াঙ্কার উপস্থিতি নিয়ে তোলপাড়](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/03/120-67a08dc78e107.jpg)
ছবি: সংগৃহীত
বিতর্ক যেন খুব প্রিয় আমেরিকার র্যাপ তারকা কানইয়ে ওয়েস্টের। কদিন আগে স্ত্রীর গোসলের ভিডিও প্রকাশ করেছিলেন। তারও আগে নগ্ন মেয়েদের দিয়ে খাবার পরিবেশন করিয়েছিলেন। এবার কাণ্ড করেছেন আরও বড়। তার স্ত্রী ও মডেল বিয়াঙ্কা সেনসরিকে গ্র্যামির মঞ্চে নিয়ে আসেন প্রায় নগ্ন অবস্থায়।
সোমবার বাংলাদেশ সময় সকালে লস অ্যাঞ্জেলেসে
বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় সেখানে
হাঁটেন কানইয়ে। বিয়াঙ্কার পরনে ছিল কোট। কিছুক্ষণ পর বিয়াঙ্কা সেটি খুলে ফেলেন।
আলোকচিত্রীদের সামনে এসে কোট সরাতেই
ক্যামেরারবন্দী হন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী এসে লালগালিচা থেকে নিয়ে চলে যান বিয়াঙ্কাকে।
পরে ওই ছবি ভাইরাল হয়। বিতর্কেরও জন্ম দেয়। তবে এখানেই শেষ নয়। বিড়ম্বনা বাড়তে পারে
বিয়াঙ্কা-কানইয়ে দম্পতির। মিরর ইউ জানিয়েছে গ্রেফতার কিংবা মোটা অঙ্কের জরিমানা গুণতে
হতে পারে বিয়াঙ্কাকে।
গণমাধ্যমটি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার
পেনাল কোড ৩১৪(১) বলেছে—কেউ যদি পোশাকহীন ভাবে জনসমক্ষে আসেন, ঘুরে বেড়ান, নিজের শরীর
প্রদর্শন করার উদ্দেশ্যে আসেন, তা হলে অশ্লীলতার দায়ে জেল ও জরিমানা দুই-ই হতে পারে।
তবে শিল্পের প্রয়োজন হলে সেক্ষেত্রে ছাড় পেতে পারে।
বিয়াঙ্কা যদিও এখানে শিল্পের প্রয়োজন
ছিল না। তাই তার আইন অনুযায়ী দণ্ড হতে পারে। সেক্ষেত্রে কানইয়ের স্ত্রীর ছয় মাসের কারাবাস
অথবা ১০০০ ডলার (প্রায় এক লাখের বেশি টাকা) জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পেইজ সিক্স দাবি করেছে, বিয়াঙ্কা-কানইয়ের কেউই অনুষ্ঠানে দাওয়াত পাননি। তারা এমনিতেই এসেছিলেন। লাল গালিচায় যখন অর্ধনগ্ন হয়ে এসেছিলেন বিয়াঙ্কা তখন অনেকেই সেটিকে ভালোভাবে নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এনিয়ে সমালোচনা জমছে। পেইজ সিক্সের দাবি, বিয়াঙ্কার ওই কাণ্ডের কিছুসময় পরই দুজনকে বের করে দেয়।