Logo
Logo
×

বিনোদন

‘এ মুহূর্তটির জন্য সারা জীবন অপেক্ষা করেছি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

‘এ মুহূর্তটির জন্য সারা জীবন অপেক্ষা করেছি’

জনপ্রিয় হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। ২০২৫ সালকে তিনি নিজের জন্য সাফল্যের বছর বানানোর দৃঢ় শপথ নিয়েছেন। বেন অ্যাফলেকের সঙ্গে বিচ্ছেদের পর এই শপথ তার জন্য আরও একটি নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি লোপেজের Kiss of the Spider Woman সিনেমাটি সান্ডেন্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে সমালোচকরা রটেন টম্যাটোস-এ সিনেমাটিকে ৮০ রেটিং দিয়েছে। 

সিনেমাটি প্রিমিয়ার হওয়ার পর লোপেজ উপস্থিত দর্শকদের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, ‘আমি এই মুহূর্তটির জন্য সারা জীবন অপেক্ষা করেছি’।

এছাড়া তিনি জানান, তার মা তাকে ছোটবেলায় West Side Story দেখাতেন, যা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 

সিনেমাটির অভাবনীয় সাফল্য প্রসঙ্গে লাস্যময়ী অভিনেত্রী আরও যোগ করেন, ‘এটা ছিল আমার জীবনের স্বপ্ন এবং এটি পূর্ণ করতে পেরে আমি গর্বিত’।

সিনেমাটির এমন সাফল্য আসার পর লোপেজ জানান, নতুন বছরে তার অনেক কিছুই পরিকল্পনা করা আছে। একটি সূত্র জানায়, ‘২০২৫ সালটি তার জন্য বিশাল কিছু হতে যাচ্ছে’।

Kiss of the Spider Woman সিনেমাতে লোপেজ ডিয়েগো লুনা এবং টনি ডোভোলানি-এর সঙ্গে অভিনয় করেছেন।

এদিকে ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জের পরেও এই অভিনেত্রী ও গায়িকা ২০২৫ সালের জন্য অনেক বেশি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছেন। সূত্র: জিও নিউজ

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম